আমেরিকা থেকে ৭০, ৩০০ টন কয়লা নিয়ে হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম জাহাজ

Last Updated:

বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার নাব্যতা যুক্ত৷ এই জাহাজ হলদিয়া এসেছে কয়লা নিয়ে সেল এর জন্য৷

#হলদিয়া: হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম ড্রাইবাল্ক ক্লাসের জাহাজ৷ বন্দরের ইতিহাসে প্রথম বার৷ দীর্ঘ ১৫২ বছরের ইতিহাসে এরকম বড় জাহাজ ড্রাইবাল্ক ক্লাসের এর আগে কখনও আসেনি৷
হলদিয়া ডক থেকে ২৫ মাইন দূরে স্যান্ডহেডের কাছে নোঙর করেছে  এম ভি মিনেরাল ইয়াঙ্গফান নামে কেপসাইজ ক্লাসের এই জাহাজ। বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার নাব্যতা যুক্ত৷ এই জাহাজ হলদিয়া এসেছে কয়লা নিয়ে সেল এর জন্য৷ সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পোর্ট থেকে ৭০ হাজার ৩০০ টন কয়লা নিয়ে এসেছে এই জাহাজ।
advertisement
হলদিয়া বন্দরের ভাসমান ক্রেনের সাহায্যে কয়লা জাহাজ থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বার্জে। সেই বার্জ চলে যাবে সেলের জন্য নির্দিষ্ট গন্তব্যে। আপাতত জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
advertisement
বন্দর চেয়ারম্যান বিনীত কুমারের কথায়, ''দীর্ঘদিন ধরে আমরা আমাদের বাণিজ্যিক অংশীদারদের কাছে বলে এসেছি যে বড় জাহজ নিয়ে আসা হোক। বন্দর সব ধরনের পরিকাঠামো প্রস্তুত করেই রেখেছে। আপাতত সেল রাজি হয়েছে। তারা মাসে দু'টি করে জাহাজ নিয়ে আসবে হলদিয়ায়। এছাড়া এই ব্যবস্থা চলতে থাকলে বছরে ১৫ লক্ষ টন পণ্য পরিবহণ করা যাবে এই হলদিয়া বন্দর থেকে৷''
advertisement
এর আগেও বন্দরে এসেছে কেপসাইজ ক্লাসের জাহাজ। কিন্তু এত বড় কেপসাইজ ক্লাসের জাহাজ প্রথমবার হলদিয়ায় এল। যার ফলে বেশি পরিমাণ পণ্য নিয়ে আসা গেল বন্দরে৷ চলতি অর্থবছরে মোট ১৮টি কেপসাইজ জাহাজ এসেছে। এর মধ্যে গত এপ্রিল মাস থেকে লাগাতার চারটি জাহাজ এসে যাচ্ছে।
advertisement
তবে কলকাতা বা হলদিয়া বন্দরের ডকে নূন্যতম নাব্যতা না থাকায় জাহাজকে রাখতে হচ্ছে সাগরেই। সেখান থেকে পণ্য খালাস করা হচ্ছে। তবে যে ভাবে নিরাপত্তা গ্রহণ করে এই জাহাজ নোঙর করা হয়েছে তাতে খুশি বন্দর কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমেরিকা থেকে ৭০, ৩০০ টন কয়লা নিয়ে হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম জাহাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement