South 24 Parganas News: সাগরে অবাক কাণ্ড! হাত দিয়ে গ্রামবাসীরা তুলে ফেলছে পিচের রাস্তা, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

South 24 Parganas News: রাস্তা তৈরি করার ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এমন খবর সামনে আসতেই গ্রামের মানুষ জনেরা ওই রাস্তার কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগর ব্লকের বামনখালীর পাথরপ্রতিমা এলাকায়‌।

হাত দিয়ে তোলা হচ্ছে পিচের রাস্তা
হাত দিয়ে তোলা হচ্ছে পিচের রাস্তা
গঙ্গাসাগর: সাগরে অবাক কাণ্ড! হাত দিয়ে গ্রামবাসীরা তুলে ফেলছে পিচের রাস্তা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নতুন পিচ রাস্তা তৈরির কাজ হচ্ছিল। রাস্তা শুরুর সময় থেকেই নির্মীয়মান রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ তুলেছিল গ্রামবাসীরা।
অভিযোগ, রাস্তা তৈরি করার ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এমন খবর সামনে আসতেই গ্রামের মানুষ জনেরা ওই রাস্তার কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগর ব্লকের বামনখালীর পাথরপ্রতিমা এলাকায়‌। বামনখালীর পাথরপ্রতিমা থেকে মুড়িগঙ্গা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল দশা হয়ে রয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। অভিযোগ, পিচের এই রাস্তাটি কাজ করে যাওয়ার ২৪ ঘণ্টা পরেও রাস্তা থেকে পিচ উঠতে শুরু করেছে। পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে রাস্তার সমস্ত সামগ্রী। স্বাভাবিকভাবে গ্রামবাসীদের তরফে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে? আর সেই অভিযোগকে সামনে রেখে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
খবর দেওয়া হয়েছে স্থানীয় মুড়িগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে। এই বিষয়ে মুড়িগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস জানান, ”বিষয়টি নজরে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা কী হয়ে রয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।” তবে হাত দিয়ে পিচ রাস্তা তুলে ফেলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সাগরে অবাক কাণ্ড! হাত দিয়ে গ্রামবাসীরা তুলে ফেলছে পিচের রাস্তা, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement