#লালগড়: কে জানতো মৃত্যু এভাবেও আসতে পারে ! আসলে কার যে কখন কোথায় কীভাবে মৃত্যু হবে তা বোধহয় কেউ বলতে পারে না। যেমন ভাবতে পারেননি লালগড়ের এই মহিলা। সকালে ঘুম থেকে উঠে আজ ভোরে প্রাতক্রিয়া সারতে মাঠে যান মহিলা। আর সেখানেই ঘটে যায় বিপত্তি।
মহিলা কিছু বুঝতে পারার আগেই তাঁকে এসে হামলা করে এক জঙ্গলি হাতি। হাতির একেবারে মুখোমুখি পড়ে গিয়েছিলেন ভাদু কালসার নামের এক মহিলা। পা দিয়ে মহিলার মাথা থেঁতলে দেয় হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।