বাড়িতে নেই বিদ্যুৎ, এদিকে একে অপরকে ছুঁলেই শক খাচ্ছে পরিবার, ভৌতিক কাণ্ড বলে রব!
- Published by:Teesta Barman
Last Updated:
সারা বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মোমবাতি জ্বালিয়ে রয়েছে সেই পরিবার। এই খবর জানাজানি হতেই ভিড় জমে যায় ওই বাড়ির সামনে। ভৌতিক কাণ্ড বলেও রব ওঠে রিষড়ার ওই এলাকায়।
#রিষড়া: বিদ্যুৎহীন বাড়িতে ইলেকট্রিক শক, অদ্ভুতকান্ডে জেরবার রিষড়ার সাহা পরিবার।
পরিবারের এক সদস্য অন্য সদস্যকে ছুঁতেই ইলেকট্রিক-এর ঝটকা লাগে। বিদ্যুৎ শকের বিষয়টি বুঝতে দেরি হয়নি রিষড়া রেল পাড়ের বাসিন্দা অনিন্দ্য সাহার পরিবারের লোকজনের।
advertisement
তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় বিদ্যুৎ বন্টন অফিসে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ বন্টন দফতরের কর্মীরা এসে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি। কর্মীরা গোটা বাড়ির ইলেকট্রিক লাইন খতিয়ে দেখেন। কিন্তু কোথাও কোন সমস্যা খুঁজে পাননি তাঁরা।
advertisement
সারা বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মোমবাতি জ্বালিয়ে রয়েছে সেই পরিবার। এই খবর জানাজানি হতেই ভিড় জমে যায় ওই বাড়ির সামনে। ভৌতিক কাণ্ড বলেও রব ওঠে রিষড়ার ওই এলাকায়।
যদিও বিষয়টিকে ভৌতিক মানতে নারাজ রিষড়া বিদ্যুৎ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার কেয়া তালুকদার। তিনি বলেন, "শীতকালে বাতাস শুষ্ক থাকায় ইলেকট্রন কণা বেশি নড়াচড়া করে। যার ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি (স্থির বিদ্যুৎ) তৈরি হয়। অনিন্দ্যবাবুর বাড়িতেও সম্ভবত সেই কারণেই ইলেকট্রিক শকের ঘটনা ঘটছে। আমরা ওই পরিবারকে বলেছি ঘরে বেশি করে মোমবাতি জ্বালিয়ে রাখতে। ঘর গরম হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
Rana Karmakar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 17, 2022 9:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে নেই বিদ্যুৎ, এদিকে একে অপরকে ছুঁলেই শক খাচ্ছে পরিবার, ভৌতিক কাণ্ড বলে রব!