Nadia || পরীক্ষা দিলেন বিচারাধীন বন্দি, ডব্লিউবিসিএস অফিসার হতে চান ইউনুস
- Published by:Rachana Majumder
Last Updated:
Nadia || কৃষ্ণনগরের ডিস্ট্রিক ম্যাজিস্ট্রিকের সহযোগিতায় পরীক্ষা দিতে আসেন তিনি৷
ডব্লিউবিসিএস পরীক্ষা দিলেন এক বিচারাধীন বন্দী৷ স্বপ্নপূরণ করার জন্য ডব্লিউবিসিএস অফিসার হওপরীক্ষা দিতে পেরে খুশি ইউনুস মল্লিক।রবিবার নদিয়ার রানিনগর হাইস্কুল থেকে পরীক্ষা দিলেন তিনি। কৃষ্ণনগরের ডিস্ট্রিক ম্যাজিস্ট্রিকের সহযোগিতায় পরীক্ষা দিতে আসেন তিনি৷ কোনওভাবে তিনি হয়তো বিচারাধীন, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যে আগ্রহ হারাননি, এতে বেশ ভালো লেগেছে বলে জানান রানিনগর হাই স্কুলের উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবু হেনা মুস্তাফা কালাম।
এই গল্প হাল না ছাড়ার গল্প৷ এখন এমনটাই মনে করছেন সবাই৷ তাঁর বন্দি থাকার বাইরে গিয়ে তাঁর অদম্য স্পৃহার কথাই ভাবাচ্ছে মানুষকে৷
advertisement
advertisement
তাঁর পড়াশোনার প্রতি আগ্রহে খুশি স্কুলের প্রধান শিক্ষক৷ আর এই অসাধ্যসাধন করতে পেরে যে পরীক্ষার্থী নিজেও কতটা খুশি, সে কথা তো বলাই বাহুল্য৷
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 12:16 AM IST