Bankura News: সাত বছর গ্রামে ঢোকেনি পুলিশ! গল্পটা কি?
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
সাত বছরের বেশি সময়ের ইতিহাসে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই গ্রামগুলিতে। কোনও ব্যক্তি কারও উপর কোনও অভিযোগের আঙ্গুল তুলে থানায় আসেননি, হয়নি কোনও মামলা-মোকদ্দমা। অশান্তির কারণে ঐ গ্রামগুলিতে যেতে হয়নি পুলিশকে।
বাঁকুড়া: সাত বছর পুলিশ ঢোকেনি এই গ্রাম গুলিতে। ভাব যায়? প্রায় সাত বছর! রাম রাজত্বেও বোধহয় এত শৃঙ্খলা বজায় রাখা কঠিন হত। বাঁকুড়ার এই শান্তি প্রিয় গ্রামগুলিকে চিহ্নিত করেছে বাঁকুড়া জেলা পুলিশ। বছরের প্রতিটি দিন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা গ্রামবাসীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শান্তি ও শৃঙ্খলা অটুট রেখে কীভাবে অনুষ্ঠানের দিনগুলিতে আনন্দ করা যায় ও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় তার নজির তৈরি করেছে গ্রামগুলি।
বিগত সাত বছরের বেশি সময়ের ইতিহাসে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই গ্রামগুলিতে। কোনও ব্যক্তি কারও উপর কোনও অভিযোগের আঙ্গুল তুলে থানায় আসেননি, হয়নি কোনও মামলা-মোকদ্দমা। অশান্তির কারণে ঐ গ্রামগুলিতে যেতে হয়নি পুলিশকে। বাঁকুড়ার এরকমই পাঁচটি গ্রামকে চিহ্নিত করে \”শান্তিগ্রাম\” পুরস্কারে ভূষিত করল বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত পাত্রসায়ের থানার অধীনে গ্যারলডাঙ্গা, জ্বলজ্বলা, বাংলারডাঙ্গা, সৈয়দপুর এবং ভেটিয়া গ্রাম। এই পাঁচ গ্রামে বিগত সাত বছরের অধিক সময় ধরে বজায় রয়েছে শান্তি এবং শৃঙ্খলা। প্রয়োজন পড়েনি কোনও রকমের পুলিশি পদক্ষেপের।
advertisement
আরও পড়ুন: যোগাসনে বাঁকুড়ার গর্ব সাত্ত্বিক, ফের ঘরে এল সোনা
advertisement
গ্রামবাসীদের একনিষ্ঠ প্রচেষ্টায় শান্তিকেই পাথেয় করে জীবন ধারণ করছেন এই গ্রামের গ্রামবাসীরা। এই পাঁচটি গ্রামকে শান্তিগ্রাম সম্মান দিল জেলা পুলিশ। পাত্রসায়ের থানার অন্তর্গত এই পাঁচটি গ্রামের হাতে \”শান্তিগ্রাম\” পুরস্কার তুলে দেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। বিশেষ সম্মান পেয়ে গ্রামবাসীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত ছিল। এ যেন দীর্ঘ সাত বছরের আত্ম সংযমের বহিঃপ্রকাশ। বাঁকুড়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই পাঁচটি গ্রাম বাঁকুড়া জেলার জন্য উদাহরণস্বরূপ কাজ করবে।
advertisement
দিন দিন বেড়েই চলেছে উৎশৃঙ্খলতা এবং অন্যায়। প্রায় প্রতিদিন এই খবরের শিরোনামে আমরা দেখতে পাই তার উদাহরণ। দিকে দিকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দৌড়াতে হয় পুলিশকে। অপরদিকে প্রান্তিক জেলা বাঁকুড়ার পাঁচটি শান্তিপ্রিয় গ্রাম অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 1:54 PM IST