কী বীভৎস! বৃদ্ধার গলার হার ছিনতাই, তারপরেই সেই নৃশংস ঘটনা... বর্ধমানে ভয়ে কাঁটা আমজনতা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
স্থানীয় বাসিন্দারা ছবি দেবীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মাথায় আঘাত লেগেছিল। বেশ কিছু অংশ কেটেও গিয়েছিল। মাথায় তিনটি সেলাই দিতে হয়।
#কাটোয়া: বৃদ্ধার গলার হার ছিনতাই করে তাঁকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দেওয়ার ঘটনা বর্ধমানে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তার হদিশ পাওয়া সম্ভব হয় বলে বলে জানা গিয়েছে।
কাটোয়ার টেলিফোন ময়দান এলাকার কেজি বসু সরণীর বাসিন্দা ৮২ বছরের ছবি মুখোপাধ্যায় বাজার করার জন্য রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে আসার পরই তাঁর কাছে মোটর সাইকেলে এক যুবক আসে। সেই যুবক তাঁর কাছে একটি বাড়ির ঠিকানা জানতে চায়। কথা বলার ফাঁকেই বৃদ্ধার গলা থেকে হাড় ছিনিয়ে নেয় ওই যুবক। এরপর বৃদ্ধাকে রাস্তার পাশের নর্দমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে এরপর দ্রুত মোটর সাইকেল চালিয়ে উধাও হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছবি দেবীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মাথায় আঘাত লেগেছিল। বেশ কিছু অংশ কেটেও গিয়েছিল। মাথায় তিনটি সেলাই দিতে হয়।
advertisement
আরও পড়ুন: তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিজেপিতে? মিঠুনের দাবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ! শরিক সুকান্ত
এই ঘটনার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। কাটোয়া থানার পুলিশ প্রথমেই ওই এলাকার সি সি টিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজ থেকে মোটর সাইকেলের নম্বর উদ্ধার করা হয়। সেই নম্বরের সূত্র ধরে কাটোয়ার পানুহাট থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ছবি দেবী বলেন, বাড়ির সামনে এমন ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারিনি। ওই ছেলেটি একটি ঠিকানা জানতে চাইছিল। তাই তার সঙ্গে কথা বলছিলাম। সে যে এরকম ব্যবহার করবে ভাবতে পারিনি।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ওই যুবক কত দিন ধরে এই কারবার চালাচ্ছে, তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, এর আগে কোথায় কোথায় এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে, সেসব বিস্তারিত জানতে তাকে জেরা করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কী বীভৎস! বৃদ্ধার গলার হার ছিনতাই, তারপরেই সেই নৃশংস ঘটনা... বর্ধমানে ভয়ে কাঁটা আমজনতা