মন্দিরে ঢুকে মা কালীকে প্রণাম সেরেই সব গয়না খুলে চম্পট দিল দুষ্কৃতি দল
- Published by:Piya Banerjee
Last Updated:
চুরির আগে দুষ্কৃতিদের মায়ের পা ছুঁয়ে প্রণাম। চোরেদের ভক্তি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের । গোটা ঘটনা সিসিটিভি বন্দি ।
#আমতা: একজন মন্দিরের মায়ের মূর্তির সামনে এসেই প্রণাম সেরেই শুরু করে লুঠপাট। একে একে মায়ের সোনার মুকুট, গয়না খুলে সোজা নিজেদের ঝোলাতে ঢুকিয়ে নেন।
কিছুক্ষন পরে সেখানে উপস্থিত হয় আরও একজন। একে একে চারচারটি প্রনামীর বাক্স নিয়ে চম্পট দেওয়ার আগে মায়ের মূর্তিটির সামনে দাঁড়িয়ে করজোড়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম ঠুকে চম্পট দেয় দুষ্কৃতী দল। সোনার গয়না ও টাকাকড়ি নিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যায় মন্দিরের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুষ্কৃতীদের তল্লাশি চালাচ্ছে। চোরেদের এমন ভক্তি দেখে গ্রামবাসীরা তাজ্জব, তাজ্জব পুলিশও । পুরো চুরির ঘটনাটা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেখানে প্রথমে দেখা যাচ্ছে এক যুবক মাকে আগে প্রণাম করে তবে শুরু করছে চুরি করা। এই ঘটনায় সকলেই অবাক।
advertisement
DEBASHISH CHAKRABORTY
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 9:47 PM IST