South 24 Parganas News: ইলেকট্রিক নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু নাবালিকার! দেখুন ভিডিও
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
ইলেকট্রিক নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু এক নাবালিকার গ্রেফতার নাগরদোলার মালিক
গোসাবা: এক মুহূর্তে আনন্দ বদলে গেল শোকে। চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবার কুমিরমারীগ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত কিশোরীর নাম সায়ন্তনী মণ্ডল(১৭)। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকায়। নাগরদোলা টির মালিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারীতে ,কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সঙ্গে ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছিল। রাতে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয়।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, তারপর প্রবল প্রতাপে বাঁকুড়ায় জমিদারি, আর আজ নেই
মেলায় বৈদ্যুতিক নাগরদোলা চড়তে উঠেছিলো কুমিরমারীর সায়ন্তনী মন্ডল, মানসী মন্ডল, ও টুম্পা মন্ডল।হঠাৎ নাগরদোলা চড়ার সময় এই তিনজন ছিটকে পড়ে যায়। গুরুতর আহত হয় সায়ন্তনী মন্ডল নামে এক কিশোরী । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেলভিউ নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয় । ঘটনার খবর জানাজানি হতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের শেষ মুহূর্তের বাংলা সাজেশন! ভাল নম্বর পেতে সহজ কিছু টিপস্
উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। এবার নাগরদোলা থেকে পড়ে মারা গেল ওই ছাত্রী। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অমল মণ্ডল নামে নাগরদোলার মালিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 9:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ইলেকট্রিক নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু নাবালিকার! দেখুন ভিডিও