Birbhum News: বিশ্বভারতীতে নয়া ফলক, বার্তা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

Last Updated:

দায়িত্বভার পাওয়ার পরই সঞ্জয় কুমার মল্লিক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বৈঠকে যোগদান করেন। বৈঠক শেষে শান্তিনিকেতনে ফিরেই বেশ কিছু সিদ্ধান্ত সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তি দেন তিনি।

পুরানো ফলক বিশ্বভারতীতে 
পুরানো ফলক বিশ্বভারতীতে 
বীরভূম: বিশ্বভারতীতে পুরানো ফলক সরিয়ে দ্রুত নয়া ফলক বসানোর বার্তা পাঠাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পাশাপাশি প্রাক্তন উপাচার্যকে ৩০ নভেম্বরের মধ্যে ‘পূর্বিতা’ বাসভবন খালি করার কথাও বলা হয়েছে।
ইউনেস্কোর দেওয়া বিশেষ তকমাকে নিয়ে যে ফলক বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরে, অবশেষ তার অবসান করতে আসরে নামল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফলকে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখা যেতে পারে। তবে এই বিষয়ে একটি ছ’জনের কমিটি গঠন করা হয়েছে তারাই ঠিক করবেন ফলকে কি লেখা থাকবে। এছাড়াও বাংলা, হিন্দি ও ইংরাজিতে ফলকের লেখাগুলো রাখার কথা বলা হয়েছে বলে বিশ্বভারতীসূত্রে খবর।
advertisement
advertisement
অন্যদিকে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ‘পূর্বিতা’ বাসভবনে থাকতে পারবেন বলেও জানানো হয়েছে।। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় কুমার মল্লিক। দায়িত্বভার পাওয়ার পরই সঞ্জয় কুমার মল্লিক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বৈঠকে যোগদান করেন। বৈঠক শেষে শান্তিনিকেতনে ফিরেই বেশ কিছু সিদ্ধান্ত সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তি দেন তিনি।
advertisement
ফলকের লেখা সম্পর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তা শীঘ্রই কার্যকর করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। অন্যদিকে প্রাক্তন উপাচার্যের মেয়াদ শেষের পরেও ‘পূর্বিতা” বাসভবনে থাকার বিষয়টিও নির্ধারিত তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিশ্বভারতীতে নয়া ফলক, বার্তা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement