Nadia News: সংস্কৃত গবেষণা কেন্দ্র পরিদর্শনে নবদ্বীপে এলেন রাজ্যপাল
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
আগামী দিনে সংস্কৃত ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে এই ভাষায় উচ্চশিক্ষিত করে তুলতে সংস্কৃত গবেষণা কেন্দ্র পরিদর্শনে নবদ্বীপে এলেন রাজ্যপাল
নবদ্বীপ: সংস্কৃত গবেষণা কেন্দ্র পরিদর্শন করতে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গায় আসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবদ্বীপ যুগবতার শ্রীচৈতন্য দেবের জন্মভূমি হওয়ার সুবাদে ও প্রাচীন সংস্কৃত ভাষাকে আগামী দিনে আরও প্রসারিত করার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে সংস্কৃত ভাষায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগ্রহী করে তুলতে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গায় নির্মাণ করা হয় সংস্কৃত গবেষণা কেন্দ্রটি।
ফরেস্ট ডাঙ্গার সেই সংস্কৃত গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করতে আসেন রাজ্যপাল স্মৃতি আনন্দ বোস। প্রসঙ্গত, ভবিষ্যতের সংস্কৃত ভাষা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই সংস্কৃত গবেষণা কেন্দ্র বা কলেজটিকে শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে পূর্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। মূলত তারই পরিপ্রেক্ষিতে এই দিন সংস্কৃত গবেষণা কেন্দ্র টি পরিদর্শনে আসেন রাজ্যপাল।
advertisement
advertisement
পাশাপাশি আগামী দিনে সংস্কৃত ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে এই ভাষায় উচ্চশিক্ষিত করে তুলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এছাড়াও কলেজে বৃদ্ধি ঘটানোর লক্ষ্যে সম্পূর্ণ বিষয়টি সরকার পক্ষের কাছে তুলে ধরবেন বলেও এই দিন জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের আশাকে কেন্দ্র করে এই দিন ফরেস্ট ডাঙ্গা সংস্কৃত গবেষণা কেন্দ্র বা কলেজ চত্বর ঘিরে রাখা হয় করা নিরাপত্তার বলয়ে। পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগরের উদ্দেশেরওনা দেন রাজ্যপাল।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 3:04 PM IST