Nadia News: পুলিশ সুপারের নিজের উদ্যোগে আলোকিত হল রানাঘাটের রাস্তা, এ যেন পুলিশের অন্য রূপ!
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
রানাঘাট পুলিশ জেলা জুড়ে নিজের উদ্যোগে রাস্তায় সোলার আলো লাগাল এস পি
রানাঘাট: আজ একটু অন্য রকম পুলিশের কথা আপনাদের সামনে তুলে ধরব। পুলিশের কথা শুনলেই প্রথমে আমাদের কাছে মনে আসে কেসে জড়িয়ে গেলাম না তো! বা একটি ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায় মনের ভেতর। কিন্তু আজকের বিষয়টা আপনাকে মানবিক পুলিশের কথা বলবো, রানাঘাট পুলিশ জেলার এসপি হিসাবে দায়িত্ব নেওয়ার পর কুমার সানি রাজের প্রথম লক্ষ্যই ছিল সমাজের থেকে অসামাজিক লোকের কার্যকলাপ কমানো ও সাধারণ মানুষের কাছে পুলিশের গ্রহন যোগ্যতার মাধ্যমে ভরসা ও বিশ্বাসের বার্তা দেওয়া।
শুরু হয় দুষ্কৃতি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ। সাফল্য পায় পুলিশ জেলার প্রতিটি থানা এলাকা। অন্যদিকে মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই ও দুর্ঘটনা প্রাণহানী কমাতে শুরু করে কড়া ভাবে হেলমেট বিহীন বাইক চেকিং ও ফাইন।রাজ্যের মধ্যে নজির সংখ্যায় নিয়ে যায় হেলমেট বিহীন ফাইনের সংখ্যা।
advertisement
advertisement
এবার আসি পুলিশ সুপারের অন্য একটি মানবিক মুখ নিয়ে। নেতারা যে কাজ করার কথা সেই কাজে এবার নামলেন এসপি কুমার সানি রাজ। রাস্তা অন্ধকারের কারনে অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে। সেখানে লাইটের ব্যবস্থা করা নেতাদের কাজ, কিন্তু এবার সেই কাজ না হওয়ার কারনে এসপি নিজেই সেই দায়িত্ব নিলেন।
রানাঘাট পুলিশ জেলা জুড়ে অন্ধকার জনিত রাস্তায় সোলার লাইটের ব্যবস্থা করলেন তিনি স্বয়ং। রানাঘাট, তাহেরপুর, হাঁসখালি, শান্তিপুর, চাকদহ, হরিণঘাটা, কল্যানী মোট ৫০ টির উপর সোলার লাইট লাগানোর কাজ শুরু হয়েছে এতে কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো যাবে বলে আশাবাদী৷এসপি আমাদের জানান মানুষের নিরাপত্তা ও জীবনের সুরক্ষা নিয়ে ভাবাই তাদের কাজ। তিনি শুধু মাত্র তার দায়িত্ব পালন করেছেন। নজির বিহীন ভাবে পুলিশের এই সোলার লাইট লাগানোর কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 10:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পুলিশ সুপারের নিজের উদ্যোগে আলোকিত হল রানাঘাটের রাস্তা, এ যেন পুলিশের অন্য রূপ!