Bankura News: জঙ্গলমহলের চারপায়ার খাটিয়া! শীতলাতার আরাম

Last Updated:

প্রত্যন্ত জঙ্গলমহলে রয়েছে একাধিক মৌলিক জীবিকা। খাট তৈরি তার অন্যতম

+
খাটিয়া 

খাটিয়া 

নীলাঞ্জন ব্যানার্জী ,বাঁকুড়া: প্রত্যন্ত জঙ্গলমহলে রয়েছে একাধিক মৌলিক জীবিকা। খাট তৈরি তার অন্যতম। চোখের সামনে খাট তৈরি করে চলছে বিক্রি। গ্রীষ্মের চার পয়সার খাটিয়া। কাঠের তৈরি চার পায়ার খাটিয়া। প্রতিটি পরিবারে একসময় কদর ছিল। তবে বর্তমান দিনে সেই খাটিয়া আর সেভাবে দেখাই যায় না।
গরম পড়তেই সেই খাটিয়ার চাহিদা বেড়ে হয় দ্বিগুণ। ৪০০ টাকার খাটিয়া বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। রানিবাঁধের ঘোড়াধরা হাটে দূরদূরান্ত থেকে বিক্রেতারা কাঠের খাটিয়ার পসরা সাজিয়ে বসেন। বিক্রেতারা জানান, এসময় বিক্রিও হচ্ছে ভালো।
দূর দূরান্ত থেকে নিয়ে আসেন খাটিয়ার কাঠামো। বাঁকুড়ার ঝিলিমিলি, পুরুলিয়ার মানবাজার থেকে খাটিয়া বিক্রি করেন ব্যবসায়ীরা। তাঁরা জানান, গ্রীষ্মকালেই মূলত খাটিয়া বিক্রি হয়। এ সময় প্রচুর চাহিদা থাকে। দামও বেশ ভালো পাওয়া যায়। এক একটি খাটিয়া ৫০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আরেক বিক্রেতা জানান যে তাঁরা নিজেরাই বাড়িতে খাটিয়ার কাঠামো তৈরি করেন। তারপর গরমের সময় বিভিন্ন হাটে বাজারে সেটা বিক্রি করে বেড়ান।
advertisement
advertisement
আগেকার দিনে নিজের বাড়িতেই মিস্ত্রি দিয়ে খাট তৈরি করাতেন অনেকেই। তবে সেই ঝুট ঝামেলায় আর যাননা। হাটে বাজারে গিয়ে কিনে নেন খাটিয়া। নিজের চোখের সামনে তৈরি হতে দেখেন খাটিয়াটি। তারপর সেই খাটিয়াটি দড়ি দিয়ে বিছিয়ে নিতে খরচ হয় মোটামুটি হাজার টাকা। এই খাটিয়া ব্যবহার করা হয়, দাওয়া থেকে বারান্দা পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: জঙ্গলমহলের চারপায়ার খাটিয়া! শীতলাতার আরাম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement