গভীর রাতের অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভস্মীভূত আসবাব-সহ সর্বস্ব

Last Updated:

Murshidabad Fire : সোমবার রাতে হঠাৎই গর্ভনমেন্ট কলোনিতে সুভাষ হালদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের শিখা দেখতে পেলে স্হানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
কৌশিক অধিকারী, রঘুনাথগঞ্জ : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গর্ভনমেন্ট কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটল । সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ঘটনায় দমকলকে খবর দেওয়া হলেও, দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
স্হানীয় বাসিন্দারা জানান, " সোমবার রাতে হঠাৎই সরকারি কলোনিতে সুভাষ হালদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আমরা আগুনের শিখা দেখতে পাই, তার পরই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । পরবর্তীতে ধুলিয়ান থেকে দমকলের একটি ইঞ্জিন আসতে দেরি করে । তার আগেই আমাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।"
advertisement
এক সপ্তাহ আগে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, শেখপাড়া-সহ বিভিন্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে । তখনও দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পাশাপাশি ফরাক্কাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে । তখনও দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
advertisement
আরও পড়ুন : মহরম উপলক্ষে বাড়তি সময় জল সরবরাহ বর্ধমান পুরসভার
রঘুনাথগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ আধিকারিক জানান, " রঘুনাথগঞ্জের গর্ভটমেন্ট কলোনিতে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, তাতে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলেই প্রাথমিক ভাবে অনুমান । " যদিও এই অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বোঝা যায়নি । একটি ঘরে আসবাবপত্র-সহ অধিকাংশ জিনিস পুড়ে যায় ।
advertisement
আরও পড়ুন :  ভাঙনে গঙ্গাপ্রাপ্তি বিদ্যালয়ের, মালদহে একটু একটু করে নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে স্কুলবাড়ি
এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । রঘুনাথগঞ্জে এখনও কোন অগ্নি নির্বাপণ কেন্দ্র গড়ে ওঠেনি । একমাত্র ভরসা এক ঘন্টার দূরত্বের ধুলিয়ান । ধুলিয়ান থেকে যতক্ষণে অগ্নি নির্বাপণের গাড়ি আসে, ততক্ষণে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে রঘুনাথগঞ্জে দমকল কেন্দ্র গড়ার দাবি করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতের অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভস্মীভূত আসবাব-সহ সর্বস্ব
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement