Fire: দাউদাউ করে জ্বলে উঠল আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমান মেডিক্যালে, আতঙ্ক ভয়ে কাঁটা রোগীরা...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Fire: হঠাৎই অগ্নিকাণ্ড বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর তাকে ঘিরে হূলস্থূল কাণ্ড রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বেসমেন্টে।
বর্ধমান: হঠাৎই অগ্নিকাণ্ড বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর তাকে ঘিরে হূলস্থূল কাণ্ড রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বেসমেন্টে। ওই বেসমেন্টে থাকা আবর্জনায় আগুন লেগে যায়। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় রোগীর পরিজনদের মধ্যে। তবে হাসপাতালের কর্মী ও রোগীর পরিজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎই বর্ধমান মেডিক্যালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বেসমেন্টে থাকা আবর্জনায় আগুন লেগে যায়। ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কিত হয়ে পরেন রোগীর পরিজনরা। তবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় আউটডোর সংলগ্ন স্ত্রী ও প্রসূতি বিভাগের বেসমেন্টে। হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
advertisement
advertisement
ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেসমেন্টেই থাকা ইলেকট্রিক বক্সে আগুন লেগে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো-এমনই আশঙ্কা রোগীর আত্মীয়দের। যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সুপার তাপস ঘোষের দাবি, প্রসূতি বিভাগ নয়,বিভাগের একদম নিচে কিছু আবর্জনা ছিল সেখানেই আগুন লেগেছিল। তবে হাসপাতালে কর্মীর দ্রুততার সাথে আগুন নিভিয়ে ফেলে।হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান কোন রোগীর আত্মীয় ধূমপান করে আবর্জনার ওপর ফেলায় আগুন লেগে যায়।
advertisement
আরও পড়ুন-একটুর জন্য প্রাণে বাঁচলেন নোরা ফতেহি, ভয়ঙ্কর বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সব, ঠিক আছেন তো নায়িকা?
উপস্থিত রোগীর আত্মীয়রা জানান, আগুন খুবই বড় আকার ধারন করতে পারতো। ভয়ে অনেক রোগীই বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। স্ত্রী ও প্রসূতি বিভাগে ধোঁয়া ঢুকতে শুরু করতেই সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনা যাতে আর না ঘটে সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire: দাউদাউ করে জ্বলে উঠল আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমান মেডিক্যালে, আতঙ্ক ভয়ে কাঁটা রোগীরা...