CPIM: নন্দকুমারে সিপিএমের বিক্ষোভে ধুন্ধুমার, আহত চার পুলিশকর্মী! পাল্টা লাঠিচার্জের অভিযোগ, গ্রেফতার ১৩
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
গেটের তালা ভেঙে জোর করেই বিডিও অফিসের ভিতরে ঢুকে পড়েন সিপিএমের কর্মী, সমর্থকরা। যার জেরে ব্য়াপক উত্তেজনা তৈরি হয় বিডিও অফিস চত্বরে।
#নন্দকুমার: আবাস যোজনায় ঘর বণ্টনকে কেন্দ্র করে সিপিএমের বিক্ষোভে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে তুলকালাম। সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে অন্তত চারজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তমলুকের এসডিপিও সাকিব আহমেদ। এই ঘটনায় সিপিএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ ১৩ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাল্টা পুলিশের বিরুদ্ধেও বেপরোয়া লাঠি চার্জের অভিযোগ করেছেন সিপিএমের নেতা কর্মীরা। পুলিশের লাঠির আঘাতে তাঁদের দশ জন কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে সিপিএম নেতারাও অভিযোগ করেছেন।
আবাস যোজনায় ঘর বরাদ্দে দুর্নীতির অভিযোগ তুলে এ দিন নন্দকুমারে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেয় জেলা সিপিএম নেতৃত্ব।
advertisement
advertisement
আগে থেকেই বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করায় বিডিও অফিসের গেট বন্ধ করে দেয় পুলিশ। যদিও গেটের তালা ভেঙে জোর করেই বিডিও অফিসের ভিতরে ঢুকে পড়েন সিপিএমের কর্মী, সমর্থকরা। যার জেরে ব্য়াপক উত্তেজনা তৈরি হয় বিডিও অফিস চত্বরে। এই সময়ই বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে তাঁদের ছোড়া ইটের আঘাতে চার জন পুলিশকর্মী আহত হন বলে অভিযোগ পুলিশের।
advertisement
এর পাশাপাশি হলদিয়া- মেচেদা রাজ্য় সড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে এবং বিডিও অফিস চত্বর থেকে বিক্ষোভকারীদের সরাতে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। মারমুখী পুলিশের সামনে পড়ে রণে ভঙ্গ দেন সিপিএমের কর্মী সমর্থকরা।
সিপিএম নেতৃত্বের অভিযোগ, পার্টি অফিসের ভিতরে ঢুকেও তাঁদের কর্মী সমর্থকদের লাঠি পেটা করে পুলিশ। যদিও সিপিএম নেতা, কর্মীরাই প্রথমে পুলিশকর্মীদের আক্রমণ করেন বলে অভিযোগ করেছেন নন্দকুমারের এসডিপিও। ঘটনায় সিপিএমের জেলা সম্পাদক সহ ১৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: নন্দকুমারে সিপিএমের বিক্ষোভে ধুন্ধুমার, আহত চার পুলিশকর্মী! পাল্টা লাঠিচার্জের অভিযোগ, গ্রেফতার ১৩