Murshidabad: রাতে মশার ধূপ জ্বালিয়ে ঘুমোন! মুর্শিদাবাদে যা ঘটল, শুনলে আর সাহস হবে না
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
সাগরপাড়া: মশার ধূপ থেকে ছড়িয়ে পড়া বিধ্বংসী আগুনে ভস্মীভূত দশটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার মহিষমারী সর্দারপাড়া এলাকায়। আগুনের আঁচে আহত হয়েছে একজন।
জানা গিয়েছে, মশার ধূপ থেকেই আগুন লেগে যায়৷ তারপর সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। কোনও রকমে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে গবাদি পশু সহ নগদ টাকা, নথিপত্র আসবাবপত্র বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়ির কোনও জিনিস বাঁচানো যায়নি।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ। খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন আসলেও রাস্তা সংকীর্ণ থাকায় ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ।
ক্ষতিগ্রস্ত দিলীপ মাল বলেন, 'রাতে ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি বাড়ির ছাদে দাউ দাউ করে আগুন জ্বলছে। কোনও রকমে বাড়ি থেকে সবাইকে নিয়ে বেরিয়ে এসেছি। একটাও জিনিস বের করতে পারিনি।' ক্ষতিগ্রস্ত কাজল সর্দার বলেন, 'চোখের সামনে গোটা বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল। কিছু বাঁচাতে পারলাম না। সরকার আমাদের সাহায্য না করলে আমরা বাঁচতে পারব না। '
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
April 12, 2023 10:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: রাতে মশার ধূপ জ্বালিয়ে ঘুমোন! মুর্শিদাবাদে যা ঘটল, শুনলে আর সাহস হবে না