সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, তবে শীত আপাতত থাকছে
- Published by:Satabdi Adhikary
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ, সোম, মঙ্গলবার এই ২ দিনই বৃষ্টি হতে পারে। এছাড়া, রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
#কলকাতা: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। তবে, আপাতত বজায় থাকছে শীতের স্পেল। রাজ্যজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশা এবং দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশার সম্ভাবনা। সোমবার, অর্থাৎ, আজ দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের দুই ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫-৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
advertisement
advertisement
আরও পড়ুন- ৩৬ বছর পর মেসির হাতেই বিশ্বসেরা মারাদোনার দেশ, নীল সাদা আকাশের পুরোটাই আর্জেন্টিনা!
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ, সোম, মঙ্গলবার এই ২ দিনই বৃষ্টি হতে পারে। এছাড়া, রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলিতে বেশি থাকবে। এর ফলে পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে।
advertisement
দক্ষিণবঙ্গে উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা হতে পারে। বাকি জেলায় কুয়াশার সম্ভাবনা সেভাবে নেই। পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি।
আরও পড়ুন- চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছেন নিম্নচাপ। এই নিম্নচাপ আরো পশ্চিম দিকে সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শ্রীলঙ্কা উপকূলে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে শ্রীলংকা উপকূলের কাছাকাছি যাবে। তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কুড়ি থেকে বাইশে ডিসেম্বর তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
উত্তর-পশ্চিম ভারতে কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি। মাইনাস তাপমাত্রা চলছে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায়। শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েকদিন। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে লাগাতার শৈত্যপ্রবাহের সতর্কতা। এই জেলাগুলির সংলগ্ন এলাকাতেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে।
আগামী কয়েকদিনের মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশে তাপমাত্রা আরও কমতে পারে। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। আগামী দুদিন ঘন কুয়াশা হবে পাঞ্জাব ও হিমাচল প্রদেশে। ঘন কুয়াশা দিল্লি হরিয়ানা সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 8:16 AM IST