Bangla Video: সহজপাঠের ছবিকে আরও সহজভাবে প্রকাশ, জানলে অবাক হবেন

Last Updated:

Bangla Video: অবসর হেলায় না কাটিয়ে মার্কারের এক টানে ফুটিয়ে তুলেছেন সহজপাঠের নানা ছবি, সরকারি কর্মীর কৃতিত্ব অবাক করবে

+
ছবি

ছবি আঁকছেন শঙ্কর পাল 

পশ্চিম মেদিনীপুর:ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের এই সহজ লাইনগুলো মনে আছে? ছোট থেকে বৃদ্ধ সকলের এই লাইন এখনও মুখস্ত। তবে আপনার কি মনে আছে সহজপাঠের এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় থাকা বিভিন্ন প্রতীকী ছবিগুলো? বিশিষ্ট চিত্রকর নন্দলাল বসু এঁকেছিলেন এই ছবিগুলো। তা অবশ্য প্রতিটি লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে। তবে একদম ক্ষুদেদের এই লাইন পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে ছবিগুলো বুঝতে অসুবিধা হত। সাদাকালো ছবি, বইয়ের পাতায় ছাপানো এই ছবিগুলোর সারমর্ম বুঝতে অসুবিধা হত ছোট ছোট ছেলেমেয়েদের। তবে সহজপাঠের এই ছবিগুলোকে আরও সহজতর করে তুলেছেন এক ব্যক্তি। তার শিল্প নিপুণতা ও ভাবনা-চিন্তা প্রশংসার দাবি রাখে।
সহজ পাঠের ছবিকে প্রাণবন্ত এবং ছোট ছোট ছেলে মেয়েদের মনের মত করে নতুনভাবে এঁকেছেন এক ব্যক্তি। তিনি অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মী। নিজের কাজের অবসরে ক্যালেন্ডারের পিছনের সাদা অংশে কালো মার্কার পেন দিয়ে এক টানে এঁকেছেন নন্দলাল বসুর এই ছবিগুলোকে। ছাত্র-ছাত্রীদের কাছে আরও হৃদয়গ্রাহী করতে তিনি চোখ মুখ এঁকে সহজতরভাবে ফুটিয়ে তুলেছেন। তার এই শিল্প কর্ম এবং অবসরযাপনের এই ভাবনাকে প্রশংসা করেছেন অফিসের আধিকারিক থেকে সাধারণ মানুষ। নিজের খরচে শিক্ষকদের চাহিদা মত ছাপিয়ে বিভিন্ন বিদ্যালয়ে পাঠিয়েছেন তার হাতে আঁকা নানা ছবি।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মী শিক্ষাবন্ধু শঙ্কর কুমার পাল। সারাদিন থাকে অফিসের নানা ব্যস্ততা। তবে তার কাজ শিক্ষা কেন্দ্রিক। শিক্ষার বিষয় নিয়ে প্রতিদিন কাজ করে যেতে হয় তাকে। শুধু তাই নয়, ছোট ছোট শিশুদের শিক্ষার বিভিন্ন পরিকাঠামো বিদ্যালয় পৌঁছে দেওয়া তার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তবে তিনি ভেবেছেন নন্দলাল বসুর এই ছবিগুলোকে আরও সহজতর ভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার। সেই মতঅবসর সময়ে বিভিন্নভাবে না কাটিয়ে তিনি নিজের টেবিলে বসেই অব্যবহার্য ক্যালেন্ডারের পেছনের মোটা সাদা কাগজে তিনি ফুটিয়ে তুলেছেন সহজপাঠের সব ছবিগুলো। স্বাভাবিকভাবে তার এই কৃতিত্বকে সম্মান জানিয়েছেন অফিসের আধিকারিকেরা।
advertisement
প্রসঙ্গত প্রথাগতভাবে অঙ্কন শিক্ষার তালিম নেই শঙ্কর বাবুর। নিজের ভাবনা থেকেই ফুটিয়ে তোলেন নানা ছবি। তার অফিসে কোনায় কোনায় টাঙানো রয়েছে তার আঁকা ছবিগুলো। অফিসে আসা বিভিন্ন শিক্ষক শিক্ষা কর্মীরা তার ছবি ঘুরে দেখেন। তার হাতের আঁকা ছবি যেন প্রাণবন্ত।
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: সহজপাঠের ছবিকে আরও সহজভাবে প্রকাশ, জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement