Howrah News: লজেন্স খেলনা বা বইখাতা নয়, ছোটদের এ কী বিতরণ করছেন এই শিক্ষক!
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
স্কুল ফেরত শিশু কিশোরদের হাতে জাতীয় পতাকা তুলে দেন বাগনানের প্রাথমিক স্কুলের সহশিক্ষক। জাতীয় পতাকা উপহার দিয়ে এই পতাকা বিষয়ে তথ্য প্রদান এবং দেশের প্রতি ভালোবাসা তৈরি করা তাঁর লক্ষ্য।
হাওড়া: দেশপ্রেম জাগাতে শিশু হাতে জাতীয় পতাকা! অল্প বয়স থেকেই শিশু মনে দেশপ্রেম থাকা প্রয়োজন। তা দেশ ও দশের কল্যাণ। সেইদিক গুরুত্ব রেখেই শিক্ষকের অভিনব উদ্যোগ। শিশুদের মনে দেশপ্রেম জায়গাতে তিনি হাতিয়ার করেছেন দেশের জাতীয় পতাকা। এবার ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিক্ষক সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শিশুদের হাতে তুলে দিচ্ছেন আমাদের দেশের জাতীয় পতাকা। আমাদের দেশ আমাদের এই মাতৃভূমি আর এই দেশের জাতীয় পতাকা আমাদের গর্বের। এই গর্ব দেশের ছেলে বুড়ো সমস্ত নাগরিকের। তাইতো আমরা শ্রদ্ধা ভক্তি ভরে আমাদের জাতীয় পতাকাকে মাথায় করে রাখি। সেই শ্রদ্ধা ভক্তি এদেশের শিশু মনে জাগাতেই পথে পথে ছোটছোট পড়ুয়াদের হাতে তুলে দিচ্ছেন জাতীয় পতাকা।
শিক্ষকের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করছেন ছোট ছোট শিশুরা। গভীর আন্তরিকতার সঙ্গে আনন্দে শিশুরা জাতীয় পতাকা গ্রহণ করছেন। এমনই দৃশ্য দেখা গেল হাওড়ার বাগানানে।১৯৪৭ সালের ২২ শে জুলাই ভারতীয় গণপরিষদে সিলেক্টেড হয়েছিল বর্তমান ভারতীয় জাতীয় পতাকার। অর্থাৎ আমরা যে জাতীয় পতাকাকে চিনি, তার জন্মদিন ছিল ২২ শে জুলাই। এই দিনকে সামনে রেখে এই কর্মসূচির সূচনা করলেন শিক্ষক। সোমবার হাওড়া বাগনান থানা এলাকার ডিএম বি মোড়ে স্কুল ছাত্রদের হাতে জাতীয় পতাকা উপহার দিতে দেখা গেল শিক্ষককে।তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাথমিক স্কুলের শিক্ষককের এমন কাণ্ড।
advertisement
advertisement
আরও পড়ুন: প্ল্যাটফর্মের গাছ না কেটে প্রতিস্থাপন হাওড়া স্টেশনে! পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেলের
জানা গিয়েছে বাগনানের ছিলামপুর প্রাথমিক স্কুলের সহশিক্ষক মধুসূদন বাগ। বেশ কিছু জাতীয় পতাকা কিনে রেখেছেন তিনি। উদ্দেশ জাতীয় পতাকা উপহার দিয়ে জাতীয় পতাকা বিষয়ে তথ্য প্রদান এবং দেশের প্রতি ভালোবাসা তৈরি করা তাঁর লক্ষ্য। ডি এম বি মোড়ে তিনি বেশ কিছু স্কুল ফেরত কিশোরদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পাশাপাশি তিনি ছাত্রদের এও জানান, বিশ্বের সবচেয়ে সুন্দর পতাকা হিসেবে ভারতের জাতীয় পতাকা স্বীকৃত হয়েছে। বলাই বাহুল্য এই তথ্যটি জানার পর, ছাত্ররা এ বিষয়ে আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর এই দৃশ্য দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন বেশ স্থানীয় ও পথ চলতি মানুষ, সেই সঙ্গে শিক্ষকের এই উদ্যোগকে কুর্নিশ জানালেন সকলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: লজেন্স খেলনা বা বইখাতা নয়, ছোটদের এ কী বিতরণ করছেন এই শিক্ষক!