Tarapith Temple Viral Story: তারাপীঠ মন্দিরে ধরা পড়ল এ-কি দৃশ্য! সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নিমেষে ভাইরাল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
তারাপীঠ মন্দিরে আসা এক বালক ভাইরাল
বীরভূম: আজ থেকে ১০ বছর পিছনে যদি যাওয়া যায় তাহলে বর্তমান সময়ের থেকে আগেকার সময়টা ছিল একদম অন্যরকম। যেখানে বর্তমান সময়ের মত মানুষজন এতটা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকতেন না বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন না। এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এক মুহূর্তে যেন মোবাইল ছাড়া অচল জনজীবন। আজ থেকে কয়েক বছর আগে সূর্য ডুবলেই পাড়ার মোড়ে আড্ডা জমত। বিকেলের রোদ কিছুটা কমতেই খেলার মাঠে বাচ্চাদের কোলাহল শুনতে পাওয়া যেত। ধীরে ধীরে সেই সব হারিয়ে যাচ্ছে।
বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছেন। খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলে কার্টুন না লাগিয়ে দিলে অনেক বাচ্চা আবার মুখে খাবার তোলে না। তবে এর বাইরেও এক অন্য ধরনের মন ছুঁয়ে যাওয়া দৃশ্য ধরা পড়ল বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে। দূর দুরান্ত থেকে পর্যটকেরা পরিবার বাচ্চা আত্মীয়-স্বজনদের নিয়ে তারাপীঠ মা তারা মন্দির পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। প্রত্যেকদিন এই তারাপীঠ মা তারা মন্দিরে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে।
advertisement
আরও পড়ুন: ১৯০২ সালে লন্ডন থেকে বাংলায় আনা হয়েছিল বিশাল এক ঘড়ি! জানেন এখন কি অবস্থায়, কোথায় রয়েছে সেটি
advertisement
তারা মন্দিরে আসেন মন ভরে ভক্তরা পুজো দেন এবং বাড়ি চলে যান। সেই তারাপীঠ মন্দিরের নাট মন্দিরে এক বছর ছয়ের বালক মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে এক দৃষ্টে মহাভারতের কমিক পড়ছে। যে বয়সে বর্তমানে ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ঠিক সেই বয়সেই এই বালক বই হাতে ব্যস্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মন্দিরে ভিড়, কোলাহল, হাজার ভক্তের হৈচৈ, জয় তারা জয় তারা ধ্বনি। কিন্তু এইসবের মাঝেও এই ছোট্ট ছেলের একাগ্রতা অবিচল। পাশে বসে মা পুজোর বই পড়ছেন, আর ছেলে মনোযোগ দিয়ে মহাভারতের কমিক পড়ছে। আজকের মোবাইল-গেমের যুগে দাঁড়িয়ে এমন দৃশ্য মনকে জয় করে নেওয়ার মত। ভক্তি, জ্ঞান আর সংস্কারের এক অনন্য মেলবন্ধন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই সকলেই প্রশংসা করছে সেই ছেলেটির।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 9:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple Viral Story: তারাপীঠ মন্দিরে ধরা পড়ল এ-কি দৃশ্য! সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নিমেষে ভাইরাল

