Tarapith Temple: শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ

Last Updated:

Tarapith Temple: মাত্র ১৬ বছর বয়সে বাবার কাছে উপহার হিসেবে পেয়েছিলেন একটি গানের টেপ রেকর্ডার সঙ্গে পেয়েছিলেন কিশোর কুমারের গানের ক্যাসেট, সেই থেকে আজও গানের চর্চা করছেন তারাপীঠের এই পুরোহিত

+
তারামায়ের

তারামায়ের কাছে হাত জোড় করে তারক

বীরভূম, সৌভিক রায়: কর্মব্যস্তময় জীবন সকলের। সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে অনেকেই এমন রয়েছেন যারা হয়তো পরিবারের জন্য, অথবা জীবন জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন। তবে তাদের জীবনের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু এক! আবার এমন অনেকেই রয়েছে যারা হয়তো অনেক দেরিতেই তাদের জীবনের আসল যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে জানতে অনেকটাই দেরি করে ফেলেছেন। তাই হয়তো তারা ঝুঁকে পড়েছেন অন্য পেশায়। আবার অনেকে বাবা ঠাকুরদার আমলের পুরনো পেশাকেই আকড়ে ধরে বেঁচে রয়েছেন।
আজকে আপনাদের শোনাবো এক মানুষের গল্প। যিনি হয়তো পেশাগতভাবে বীরভূমের সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের মূল সেবায়েত। তবে মন্দিরে মা তারার আরাধনা করার পাশাপাশি তিনি একজন গায়কও বটে। তারাপীঠ এলাকার মানুষজন তাঁকে তারাপীঠ মন্দিরের পুরোহিত হিসাবে কম বরং চেনেন গায়ক তারক হিসেবে। তারাপীঠ এলাকা চত্বরের প্রায় ৯০% মানুষই এই গায়ক তারককে চেনেন।
advertisement
তবে হঠাৎ কেন মন্দিরের পুজো করার পাশাপাশি তিনি গায়ক তারক হয়ে উঠলেন! এই বিষয়ে অবশ্য সেই গায়ক তারক ওরফে তারকনাথ রায় জানান বহু বছর আগে তাঁর বাবা তাঁকে জন্মদিনের উপহার দিয়েছিলেন একটি টেপ রেকর্ডার, সঙ্গে দিয়েছিলেন কিশোরকুমারের গানের বেশ কয়েকটি ক্যাসেট। কারণ আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত ক্যাসেটের রমরমা বাজার ছিল। সেই থেকে গান এবং কিশোর কুমারের প্রতি আলাদাই ভালবাসা জন্মে যায় তারকবাবুর। সেই সময় বয়স তখন ১৮ এর গণ্ডি পেরোয়নি, সেই সময় বয়স মাত্র ১৫-১৬ বছর।
advertisement
advertisement
আরও পড়ুন : গঙ্গার ঘাটের পৈঠা-সিঁড়ি জুড়ে সাইবেরিয়া থেকে আসা হেমন্তের পরিযায়ী পাখিদের মেলা! মোহময়ী বারাণসী এখন পর্যটকদের স্বর্গরাজ্য
সেই ১৫ অথবা ১৬ বছর বয়স থেকে আজ পর্যন্ত তিনি প্রায় ১০০ এর বেশি অনুষ্ঠানে স্টেজে গান গেয়েছেন। কখনও তিনি তার কন্ঠে ফুটিয়ে তুলেছেন কিশোরকুমার, অথবা কখনও কুমার শানু আবার কখনও শ্যামাসঙ্গীত গেয়েছেন দরদ দিয়ে। এখনও পর্যন্ত তিনি কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান এমনকি তাঁর নিজের বাসস্থান অর্থাৎ তারাপীঠেরও বিভিন্ন জায়গায় গান গেয়ে চলেছেন। উদ্দেশ্য টাকা উপার্জন বা পেশা নয়, পুরোটা তিনি করে চলেছেন নিজের কাজের ফাঁকে নেশা হিসাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement