Tarapith Temple: সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith Temple: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে বীরভূম সহ পার্শ্ববর্তী এলাকায়। ফলে খুশি সকলেই। এদিকে সকাল থেকে প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করেই পর্যটকদের ভিড় উপচে পড়েছে তারাপীঠ মন্দিরে
বীরভূম: সকাল থেকেই মেঘে ঢাকা বীরভূমের আকাশ। কখনও ভারী আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলাজুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন সকালে, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে বীরভূম সহ পার্শ্ববর্তী এলাকায়। ফলে খুশি সকলেই। এদিকে সকাল থেকে প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করেই পর্যটকদের ভিড় উপচে পড়েছে তারাপীঠ মন্দিরে। মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়িয়ে কেউ কেউ ছাতা হাতে মাথা বাঁচানোর চেষ্টা করেন। আবার অনেকেই ছাতা না থাকায় অঝোর বর্ষণে ভিজতে ভিজতেই মন্দিরে প্রবেশের জন্য প্রতীক্ষা করেন। তবে দর্শনার্থী ও পর্যটকদের যাতে অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।
advertisement
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, গত কয়েকদিন ধরে টানা অধিক উষ্ণতার জেরে ঝলসে যাওয়ার অবস্থা হয়েছে জেলাবাসীর। প্রবল গরমে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছিল তারাপীঠ। শনিবার এবং রবিবার ছাড়া অন্যান্যদিন গরমের জন্য সেভাবে ভিড় হচ্ছিল না। তবে আজ বৃষ্টিপাতের পর পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়