Tarapith Tara Maa: পয়লা বৈশাখের দিনে মা তারার অপরূপ রূপ দেখুন, তারাপীঠে ভিড় গেল উপচে

Last Updated:

Tarapith Tara Maa: বছরের প্রথম দিন ভক্ত সমাগম তারাপীঠ মন্দিরে, বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১। নববর্ষের সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড়। তপ্ত গরমে রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। এসব উপেক্ষা করে চলছে হালখাতার পুজো।

+
বছরের

বছরের প্রথম দিন চলছে মা তারার পুজো

বীরভূম: বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন।এই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই থেকেই উপচে পড়ে মানুষের ভিড়। বীরভূমের তারাপীঠ এ ও তার উল্টোটা হয় না। বছরের এই প্রথম দিন তারাপীঠ মন্দিরে মা তারার কাছে দূর-দূরান্ত থেকে হালখাতা নিয়ে পুজো দিতে হাজির হচ্ছেন ব্যবসায়ীরা। বছরের শুরুটা যাতে ভাল হয়, সে জন্য মা তারার কাছে পুজো দিয়ে শুরু করেন ব্যবসায়ীরা।
শুধু বছরে প্রথম দিন নয়, বছরের অন্যান্য দিনও হাজার হাজার কোনওকোনওদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। নতুন বছরের প্রথম দিনও দূর-দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাঁদের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তাকর্মী নিয়োগ থেকে শৃঙ্খলারক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় পুলিশ-প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি রয়েছে।
advertisement
advertisement
তারাপীঠ মন্দির কমিটির তথা তারামাতা সেবাইত সংঘের সমিতির সহ সভাপতি ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ভক্তদের নিরাপত্তা কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদিকে যখন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে। সকাল থেকে দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মা তারা কাছে পুজো দেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন।
advertisement
বাংলা নববর্ষের এই প্রথম দিন সকাল থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। আর সেই তীব্র তাপদাহকে উপেক্ষা করেই সকাল থেকে ভক্তদের ভিড় একদম চোখে পড়ার মত। সাধারণ ভক্তদের কথা চিন্তা করে মন্দির কমিটির তরফ থেকে মন্দির চত্বরে ত্রিপল খাটিয়ে দেওয়া হয়েছে। রয়েছে পর্যন্ত জলের ব্যবস্থা।
Souvik Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Tara Maa: পয়লা বৈশাখের দিনে মা তারার অপরূপ রূপ দেখুন, তারাপীঠে ভিড় গেল উপচে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement