Tarapith Kali Pujo: আশি কেজি দুধে ভৈরব স্নান, শুরু তারাপীঠে মাতৃ আরাধনা

Last Updated:

Tarapith Kali Pujo: ইতিমধ্যেই ভক্তেরা ভিড় জমাতে শুরু করেছেন মাতৃদর্শনের জন্য।

তারাপীঠে মাতৃবন্দনা শুরু সকাল থেকে।
তারাপীঠে মাতৃবন্দনা শুরু সকাল থেকে।
#সিউরি: মঙ্গালারতি দিয়ে শুরু হল সকাল। মহাপুজোয় মহাধূমধাম আজ তারাপীঠে। সকাল সকাল ৮০ কিলো দুধে দেবাদিদেবকে স্নান করালেন মন্দির কর্তৃপক্ষ। ঘোষ পরিবার থেকে প্রতিবছরই তারাপীঠে দুধ অর্পণ করা হয় মায়ের সেবায়। সন্ধ্যায় নিয়মমাফিক হবে আরতি, নিশিপুজো। ইতিমধ্যেই ভক্তেরা ভিড় জমাতে শুরু করেছেন মাতৃদর্শনের জন্য।
তারাপীঠে মা তারাকেই পুজো করা হয় কালীরূপে। সব দেবীর ঊর্দ্ধে মা তারা, এই বিশ্বাসে তারাপীঠে কোনও মূর্তি পুজোর চল নেই। মা তারাকে সামনে রেখেই সমস্ত পুজো করা হয় তারাপীঠে। দীর্ঘদিন থেকে এই প্রথা চলে আসছে। তারাকে শ্যামারূপে পুজো করা হয়।
advertisement
advertisement
প্রতিবছরেই এই দিনে মা তারাকে ভোরবেলা স্নান করানো হয়। মা কে অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, শোলা ও ফুল মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়। এরপর শুরু হয় মঙ্গলারতি। দেওয়া হয় শীতলভোগ।
সন্ধ্যারতির আগে মা’কে পুনরায় ফুল মালা দিয়ে সাজানো হয়। কখনও ডাকের সাজে সাজানো হয় মাকে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, শ্যামা পুজোয় নাটোরের পুরোহিত এবং মন্দিরের পালাদার সেবাইত পুজোয় বসেন। একদিকে চণ্ডীপাঠ আর অন্যদিকে চলে পুজো। পুজো শেষে মায়ের আরতির পাশাপাশি দ্বিতীয়বার ভোগ নিবেদন করা হয়। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস,মদ, পোড়া শোল মাছ, পাঁচ রকম ভাজা ,মিষ্টি, পায়েস দেওয়া হয়।
advertisement
মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান এদিন কালী পুজো উপলক্ষে সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলে। সারারাত মোমবাতি আর মাটির প্রদীপে আলোকময় হয়ে থাকে শ্মশান চত্বর। রাতভোর চলে যজ্ঞ।
এদিকে শ্মশানের বিভিন্ন জায়গায় সাধুসন্তরা ভক্তদের মঙ্গল কামনায় যজ্ঞ করে থাকেন। কেউ কেউ শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদীতে প্রদীপ ভাসিয়ে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করে। সারাদিন তো বটেই রাতে ও মাকে শ্যামা রূপে পুজো দেওয়া হয়। সারা রাত খুলে রাখা হয় মন্দিরের দরজা। এদিন যতক্ষণ ভক্ত ততক্ষনই মায়ের দরজা খোলা। তবে মানতে হবে কোভিড বিধি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Kali Pujo: আশি কেজি দুধে ভৈরব স্নান, শুরু তারাপীঠে মাতৃ আরাধনা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement