কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া ২৫ হাজার টাকা, মাথায় হাত পুণ্যার্থীদের
- Published by:Riya Dey
- news18 bangla
Last Updated:
কৌশিকী অমবস্যা মেনেই পুণ্যার্থীদের ঢল। এবার এই কৌশিকী অমবস্যাতেই তারাপীঠে হোটেলের ভাড়া না কি শোনা যাচ্ছে ২৫ হাজার টাকা।
#তারাপীঠ: প্রতি বছর ভাদ্র মাসের শুরুতেই আসে কৌশিকী অমাবস্যার পুন্য তিথি। চলতি বছরে ২৭ অগাস্ট শনিবার থেকে ২৮ অগাস্ট রবিবার পর্যন্ত থাকে কৌশিকী অমাবস্যার এই তিথি। এদিন তারাপীঠে মহা ধুমধাম করে মায়ের আরাধনা করা হয়। আর এই কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে মায়ের পুজো দিতে তারাপীঠে সমাগম হয় অসংখ্য পুণ্যার্থীর। তবে এবার সেই চেনা চেহারা কতটা দেখা যাবে তাই নিয়েই উঠছে প্রশ্ন।
কারণ তারাপীঠের বিপুল সংখ্যক ভক্ত সমাগমকে সমাগমকেই কাজে লাগাতে চাইছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হোটেলের ভাড়া উঠল ২৫ হাজার টাকা পর্যন্ত, যা শুনে রীতিমত মাথায় হাত পড়েছে পুণ্যার্থীদের। সারা বছর এই সময়টায় মায়ের পুজো দেওয়ার অপেক্ষায় থাকেন অনেকেই। আচমকা হোটেলের ভাড়া এত বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই।
তারাপীঠে হোটেলের ভাড়ার পার্থক্য:
নন- এসি রুম
advertisement
advertisement
আগে- ৬০০ টাকা
এখন- ১৫ হাজার টাকা
এসি রুম
আগে- ১ হাজার ৫০০টাকা
এখন- ২২ হাজার, ২৫ হাজার টাকা
কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস:
কৌশিকী অমাবস্যার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক ইতিহাস। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ঐতিহাসিক ঘটনা।
advertisement
পুরাণ অনুসারে মহিষাসুরের অত্যাচারে হাত থেকে দেবতাদের রক্ষা করতে মা দূর্গা মহিষাসুর বধ করেছিলেন ঠিকই। তবে এই শান্তি খুব বেশি দিনের জন্য ছিল না। শোনা যায়, শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে পুনরায় দেবতারা অস্থির হয়ে পড়েন। তখন দেবী মহামায়া নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নতুন এক দেবীমূর্তির জন্ম দেন, তিনি হলেন দেবী কৌশিকী। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই শুম্ভ অশুম্ভকে বধ করেছিলেন দেবী কৌশিকী। শোনা যায় এরপর থেকে এই অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিতি লাভ করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 8:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া ২৫ হাজার টাকা, মাথায় হাত পুণ্যার্থীদের