ভারতে প্রথম...! বাংলা কাঁপাচ্ছে '3D তারামণ্ডল'! কোন জেলায়? প্রবেশমূল্য কত? জানুন যাবতীয় খুঁটিনাটি
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Taramandal: দেশের প্রথম এই থ্রিডি তারামণ্ডলের নাম অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার। প্রায় ১৪ কোটি টাকা খরচ হয়েছে এই তারামণ্ডলটি তৈরি করার জন্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় হাওড়ার তারামণ্ডল।
হাওড়া: তারামণ্ডল বলতে মানুষ কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামকেই চিনত | কিন্তু কলকাতার কাছেই রয়েছে আরও একটি তারামণ্ডল। কলকাতার খুব কাছেই হাওড়া ময়দানে তৈরি থ্রি ডি তারামণ্ডল অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আলাদা আলাদা ভাষায় দিনে একাধিক শো অনুষ্ঠিত হয় এখানে। থ্রিডি এই শো নিয়ে আগ্রহ দেখায় মানুষ।
দেশের প্রথম এই থ্রিডি তারামণ্ডলের নাম অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার। প্রায় ১৪ কোটি টাকা খরচ হয়েছে এই তারামণ্ডলটি তৈরি করার জন্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় হাওড়ার তারামণ্ডল।
advertisement
advertisement
প্রতিদিনই তিনটি করে শো দেখা যায় এই তারামণ্ডলে।| দুপুর ৩টে, বিকেল ৪টে ও বিকেল ৫টা – এই তিনটি সময়ে চলে শো। তবে শীতকালে ৪ টে শোও হয়ে থাকে ভিড় বাড়লে। উন্নত মানের থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে মহাকাশ জগতের সম্পর্কে আরও ভাল করে জানতে পারে ছোটরা। আবার স্কুল থেকে তারামণ্ডলে শো দেখতে এলে আরও কম হয় প্রবেশ মূল্য।
advertisement
থ্রি ডি অ্যানিমেশন তৈরি-সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্যে দেশ ও বিদেশী সংস্থা যৌথভাবে কাজ করেছে। হাওড়ার এই তারামণ্ডল দেখতে বাচ্চা নিয়ে ভিড় জমাচ্ছেন হাওড়াবাসী। হাওড়ার এই তারামন্ডলে এসে মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল মেটানোর পাশাপাশি আনন্দ পাচ্ছে আট থেকে আশি সব্বাই, এমনটাই মনে করছে হাওড়া পুরসভা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 10:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতে প্রথম...! বাংলা কাঁপাচ্ছে '3D তারামণ্ডল'! কোন জেলায়? প্রবেশমূল্য কত? জানুন যাবতীয় খুঁটিনাটি