জেলা পরিষদে জমানত বাজেয়াপ্ত তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের
Last Updated:
জেলা পরিষদে জমানত বাজেয়াপ্ত হল তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের
#সিঙ্গুর: সিঙ্গুরে তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে ৪ নম্বর জেলা পরিষদে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। কিন্তু ভোটের ফলাফলে অনেকটাই পিছনে থাকায় জমানত বাজেয়াপ্ত হল মনোরঞ্জন মালিকের।
সিঙ্গুরে সবক’টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিই এল শাসক দলের দখলে ৷
এবছর পঞ্চায়েতে টিকিট দেওয়া নিয়ে প্রথম থেকেই সিঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত ৷ তাপসী মালিক খুনে অভিযুক্ত দেবু মালিকের ভাইপো বেচারাম মান্নার ঘনিষ্ঠ রথীন মালিককে টিকিট দেওয়ায় গ্রামের একাংশ নাম লিখেছিল বিক্ষুদ্ধদের তালিকায় ৷ উপরতলার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামীরাও ৷
advertisement
advertisement
২০০৬ সালে এই সিঙ্গুরের মাটিতেই নৃশংসভাবে খুন হয়েছিলেন তাপসী মালিক ৷ তারপর থেকে তাপসীর মুখ হয়ে উঠেছে সিঙ্গুরের পালাবদলের আন্দোলনের অন্যতম হাতিয়ার ৷ তাপসী মালিক হত্যার নেপথ্যে যাদের নাম উঠে আসে, তাদের মধ্যে এক জন দেবু মালিক। সেই দেবু মালিকের আত্মীয়কে টিকিট দেওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সিঙ্গুরের একাংশ ৷
advertisement
তবে এ'বছর সিঙ্গুরে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই ৷ দু’দলের মনোমালিন্য থাকলেও কোনও হিংসার খবর পাওয়া যায়নি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 17, 2018 11:12 PM IST