Tamluk Bargabhima Temple: দেবীর পায়ে পুজো দিয়ে শুরু নতুন বছর, তমলুকে বর্গভীমা মন্দিরে বুধবার সকাল থেকেই ভক্তদের ভিড়

Last Updated:

Tamluk Bargabhima Temple:দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের খাতাপুজো হয় বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১ বৈশাখ। কিন্তু ইংরেজি নতুন বছরের শুরুর দিন সেই চিরাচরিত প্রথাকে কিছুটা যেন পেছনে ফেলল। 

+
দেবী

দেবী বর্গভীমা

সৈকত শী, তমলুক: দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের খাতাপুজো হয় বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১ বৈশাখ। কিন্তু ইংরেজি নতুন বছরের শুরুর দিন সেই চিরাচরিত প্রথাকে কিছুটা যেন পেছনে ফেলল। ১ জানুয়ারি ২০২৫ সালে তমলুকের বর্গভীমা মন্দিরে সকাল থেকেই অজস্র মানুষের ভিড় পুজো দেওয়ার। সাধারণ পুজো দেওয়ার পাশাপাশি দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের খাতাপুজো চলছে। বহু মানুষ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইংরেজি নতুন বছরের শুরুর দিনই খাতাপুজো দিচ্ছেন।
অন্যতম সতীপীঠ তমলুকের দেবী বর্গভীমা। বর্তমানেও নিষ্ঠার সঙ্গে পূজিত হন মা। শক্তি পুজো শুরুর আগে রয়েছে অনুমতি নেওয়ার প্রথা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। ওড়িশার স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছেন দেবী উগ্রতারা রূপে।
advertisement
আরও পড়ুন : অবশেষে হাড়কাঁপানো শীত! কবে থেকে কনকনে ঠান্ডা উত্তর ও দক্ষিণবঙ্গে? জানুন ওয়েদার আপডেট
তমলুকের শক্তিপীঠের প্রাচীন নাম বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীমারূপা নামে অধিষ্ঠিত। ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালি। ভক্তদের বিশ্বাস, মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। কথিত, দেবী ভক্তদের চারটি বর্গ দান করেন, তাই তার নাম বর্গভীমা। ইংরেজি নতুন বছরের শুরুর দিনে মায়ের পুজো দিয়ে বছর শুরু করতে চান বহু মানুষ। ইংরেজি নববর্ষের শুরুর দিন দিন সকাল থেকেই শুধু পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন নয় কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলার মানুষের পুজো দিচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইংরেজি নববর্ষের প্রথম দিন পূর্ব মেদিনীপুর জেলার ৫১ পীঠের একপীঠ দেবী বর্গভীমা মন্দিরে সকাল থেকে উপচে পড়া ভিড়। সকাল থেকে মায়ের মন্দিরে পুজো অর্চনা পুষ্পাঞ্জলি শুরু হয়েছে। বেলা যত বাড়ছে, ততই মানুষের ভিড় বাড়ছে। সবাই চাইছেন, ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই সকলের যেন ভাল কাটে। শুধু তমলুক শহর নয়, দূরদূরান্ত থেকে মানুষ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন। অঞ্জলি ও পুজো দেওয়ার পাশাপাশি বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানের মালিকরা তাঁদের ‘খাতা পুজো’-র মাধ্যমে বছর শুরু করছেন। তমলুকের বর্গভীমা মন্দিরে সেই ছবি ধরা পড়ল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk Bargabhima Temple: দেবীর পায়ে পুজো দিয়ে শুরু নতুন বছর, তমলুকে বর্গভীমা মন্দিরে বুধবার সকাল থেকেই ভক্তদের ভিড়
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement