২২টি শাখা, দৈর্ঘ্য ৩৫ ফুট! ভারতের দ্বিতীয় উচ্চতম পেঁপে গাছের 'বিরাট' চেহারা, কোথায় হদিস মিলল জানেন?

Last Updated:

সমগ্র বিশ্বের মধ্যে সম্ভবত তৃতীয় এবং দেশের মধ্যে দ্বিতীয় উচ্চতম পেঁপে গাছের সন্ধান মিলল ক্যানিংয়ে।

+
ক্যানিংয়ে

ক্যানিংয়ে রয়েছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতম পেঁপে গাছ

ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহাঃ ৩২ শাখা যুক্ত তাল গাছ রয়েছে বাসন্তীর ভরতগড়ের উত্তর গরাণবোস গ্রামে। এছাড়াও ৪ শাখা খেজুর গাছ ছিল ক্যানিংয়ের বঙ্কিম সরদার কলেজ সংলগ্ন ট্যাংরাখালি বাজার এলাকায়। রয়েছে ৩ শাখার নারিকেল গাছও। এবার ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের ডাবুতে দেখা গেল ২২ শাখা যুক্ত প্রায় ৩৫ ফুট দীর্ঘ উচ্চতার পেঁপে গাছ। যা গোটা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার অধিকারী।
আরও পড়ুনঃ নরেন্দ্রপুর হত্যাকাণ্ডে বড় সাফল্য! অভিযুক্তদের চেপে ধরতেই মিলল ‘সূত্র’, কলা বাগান থেকে উদ্ধার…
জানা গিয়েছে, ২০২১ সালে ব্রাজিলে হদিস মিলেছিল ৪৭ ফুট ৮.৮৩ ইঞ্চি পেঁপে গাছের। যা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পেঁপে গাছ। পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতম পেঁপে গাছটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। যার উচ্চতা ৪৭ ফুট। এবার হদিস মিললে সমগ্র বিশ্বের মধ্যে সম্ভবত তৃতীয় এবং দেশের মধ্যে দ্বিতীয় উচ্চতম পেঁপে গাছের। যার উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং রয়েছে ২২টি শাখা। ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের ডাবু গ্রামে অবস্থিত। গাছটির বর্তমান মালিক মধুসূদন মাইতি।
advertisement
আরও পড়ুনঃ ধর্ষণের চেষ্টায় হাজতবাস, জেল থেকে ফিরেই… বাসন্তীতে তৃণমূল নেতার ছেলের অনুগামী যা কাণ্ড ঘটাল
কী ভাবে এতো বড় পেঁপে গাছ তৈরি করা সম্ভব হল? এমন প্রশ্নের উত্তরে মধুবাবুর স্ত্রী শ্রাবন্তী মাইতি জানিয়েছেন, “চারাগাছ তৈরি করে রোপণ করা হয়েছিল। প্রচুর ফলন হয়। তাছাড়া অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। কোনরকম পরিচর্যা ছাড়াই পেঁপে গাছটি নিজের মতোই বড় হচ্ছে। অথচ বাগানে দ্বিতীয় আর একটি এমন পেঁপে গাছ হয়নি। এটি বিরল।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামেরই বাসিন্দা বছর আশির এক বৃদ্ধ জানিয়েছেন, “গাছটি দীর্ঘ প্রায় সাত আট বছর দেখছি। লম্বা পেঁপে হয়। প্রচুর ফলন, মিষ্টি এবং সুস্বাদু। তাছাড়া আশ্চর্যের বিষয় পেঁপে গাছটিতে ২২টি শাখা রয়েছে। প্রতিটি শাখাতে ফল হয়। ৩৫ ফুট লম্বা। এমন পেঁপে গাছ আর কোথাও আছে বলে মনে হয় না।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২২টি শাখা, দৈর্ঘ্য ৩৫ ফুট! ভারতের দ্বিতীয় উচ্চতম পেঁপে গাছের 'বিরাট' চেহারা, কোথায় হদিস মিলল জানেন?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement