ধর্ষণের চেষ্টায় হাজতবাস, জেল থেকে ফিরেই... বাসন্তীতে তৃণমূল নেতার ছেলের অনুগামী যা কাণ্ড ঘটাল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
মঙ্গলবার দুপুরে আচমকাই ওই গৃহবধূর বাড়িতে দলবল নিয়ে চড়াও হন সাদ্দাম। মহিলার পরিবারের সদস্যদের মারধর শুরু করেন।
বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনা, অনুপ বিশ্বাসঃ পুরনো শত্রুতার জেরে মারধর। মাস দেড়েক আগে বাসন্তীর চাতরাখালি গ্রামে রাতের অন্ধকারে এক গৃহবধূর উপর চড়াও হয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিল সাদ্দাম মোল্লা নামে স্থানীয় এক যুবক।
ওই যুবক এলাকার তৃণমূল নেতা জাকির শেখের ছেলে সাদ্দাম শেখের অনুগামী। ঘটনার পর নির্যাতিতা মহিলা বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন সাদ্দাম মোল্লা। এলাকায় ফিরে ওই গৃহবধূ এবং তাঁর পরিবারকে নানা ভাবে হুমকি দিতে শুরু করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনকে বাঁচাতে মরিয়া এক পায়ের ‘সৈনিক’! প্রতিবন্ধকতাকে জয় করে ঝড়খালীর সুকুমার রোজ রোজ যা করে দেখাচ্ছেন…
মঙ্গলবার দুপুরে আচমকাই ওই গৃহবধূর বাড়িতে দলবল নিয়ে চড়াও হন সাদ্দাম। মহিলার পরিবারের সদস্যদের মারধর শুরু করেন। লাঠি, বাঁশ দিয়ে সাদ্দাম ও তার অনুগামীরা বেধড়ক মারধর চালায়। ঘটনায় চার পাঁচজন জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা পলাতক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধর্ষণের চেষ্টায় হাজতবাস, জেল থেকে ফিরেই... বাসন্তীতে তৃণমূল নেতার ছেলের অনুগামী যা কাণ্ড ঘটাল

