Sodepur: লাভ-লোকসান নয়, এই বিশেষ কারণেই দিঘার জগন্নাথ মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা, কবে থেকে পাওয়া যাবে মহাপ্রসাদ?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sodepur: কোনও লাভ লোকসান না দেখেই দিঘা মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা৷ নামের জন্য এই গজার বরাত নেওয়া,তবে গুনগত মান যাতে ঠিক থাকে!তার তদারকিতে পৌরপ্রধান নিজেই৷
সোদপুর: কোনও লাভ লোকসান না দেখেই দিঘা মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা৷ নামের জন্য এই গজার বরাত নেওয়া,তবে গুনগত মান যাতে ঠিক থাকে!তার তদারকিতে পৌরপ্রধান নিজেই৷
দিঘার প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌছে যাবে পানিহাটি বিধানসভার সব বাড়ি বাড়ি। পানিহাটি পৌরসভার ৮ টি কেন্দ্র থেকে এই জগন্নাথ দেবের প্রসাদ বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে ৩৭৫০০ টি পরিবারে পৌছে যাবে এই প্রসাদ।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শনির বিরাট চালে ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, উপচে পড়বে টাকা-ব্যাঙ্ক ব্যালেন্স, দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি! খুলবে পোড়া কপাল
advertisement
advertisement
প্রতিটি প্যাকেট পিছু ২০ টাকা করে দিচ্ছে সরকার। আর এই টাকার মধ্যেই প্রতিটি প্যাকেট তৈরি করছে পানিহাটির প্রসিদ্ধ এক মিষ্টি দোকান বিক্রেতা। তবে লাভ কিনা লোকসান বিক্রেতা তা দেখছেন না।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে গ্রহরাজ সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশির কপালে ‘জ্যাকপট’, ভাসবেন টাকার সাগরে, যা ছোঁবেন তাই সোনা
advertisement
শুধু জগন্নাথ এর প্রসাদ বানিয়ে নাম হওয়ার উদ্দেশ্যেই এই প্রসাদ তৈরি করছেন বিক্রেতা। দিঘার জগন্নাথ মন্দির থেকে ৪ কেজি ক্ষীর ও প্যারার কাচামালের সঙ্গে মিশিয়ে সেই প্রসাদ তৈরী হচ্ছে।
সুবীর দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur: লাভ-লোকসান নয়, এই বিশেষ কারণেই দিঘার জগন্নাথ মন্দিরের গজা বানাচ্ছেন সোদপুরের মিষ্টি বিক্রেতা, কবে থেকে পাওয়া যাবে মহাপ্রসাদ?