Swami Vivekananda: শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফিরে বজবজ থেকে ট্রেনে শিয়ালদহ হয়ে আলমবাজার পৌঁছন স্বামীজি, শ্রদ্ধায় স্মরণ ১২৮ বছর আগের স্মৃতি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Swami Vivekananda:বজবজ থেকে ট্রেনে চেপে শিয়ালদহ হয়ে আলমবাজার গেলেন স্বামীজি। সালটা ১৮৯৭। ১২৮ বছর আগের সেই স্মৃতি ফিরল এবছরও। ১২৮ বছর আগের সেই পথ ধরে মহাসমারোহে গেল শোভাযাত্রা।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: বজবজ থেকে ট্রেনে চেপে শিয়ালদহ হয়ে আলমবাজার গেলেন স্বামীজি। সালটা ১৮৯৭। ১২৮ বছর আগের সেই স্মৃতি ফিরল এ বছরও। ১২৮ বছর আগের সেই পথ ধরে মহাসমারোহে গেল শোভাযাত্রা।
১৮৯৭ সালের ২৬ জানুয়ারি শিকাগো মহাসম্মেলন সেরে দেশে ফিরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা ঘুরে ১৫ ফেব্রুয়ারি তৎকালীন মাদ্রাজ থেকে জাহাজে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮ ফেব্রুয়ারি রাতে পৌঁছন বজবজ বন্দরে। সেখানে রাত্রিযাপন করার পর বিশেষ ট্রেনে চেপে পরদিন কলকাতায় ফিরেছিলেন স্বামীজি।
advertisement
শিয়ালদহ স্টেশনে তখন সংবর্ধনা জানাতে ভিড় জমিয়েছিলেন সকলেই। ১২৮ বছর আগে শিয়ালদহ স্টেশনের বাইরে এসে ঘোড়ার গাড়িতে উঠেছিলেন স্বামীজি। এক দল ছাত্র ঘোড়া সরিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন : পেশায় ডাক্তার, নেশায় কমিক্স স্রষ্টা! চিকিৎসক সায়নের ‘বঙ্কুবাবু’-র স্বীকৃতি বিশ্বমঞ্চে
সেই শোভাযাত্রা রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ), স্বামীজির বাড়ি, বলরাম মন্দির, বাগবাজার মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটী-সহ স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত স্থান হয়ে পৌঁছয় আলমবাজার মঠে। প্রতিবছরের মত এবছরও একটি বিশেষ ট্রেন ছেড়ে যায় বজবজ থেকে শিয়ালদহের উদ্দেশে। আর তার সাক্ষী থাকে হাজার হাজার মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 7:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swami Vivekananda: শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফিরে বজবজ থেকে ট্রেনে শিয়ালদহ হয়ে আলমবাজার পৌঁছন স্বামীজি, শ্রদ্ধায় স্মরণ ১২৮ বছর আগের স্মৃতি