Swami Vivekananda Scholarship: পশ্চিমবঙ্গের লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় খবর! চালু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! কীভাবে আবেদন, কত টাকা পাবেন? জানুন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্যের পড়ুয়াদের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি স্কলারশিপ
কলকাতা: রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য অবশেষে চালু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এবং মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্যের পড়ুয়াদের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি স্কলারশিপ।
জানা যায় যে সকল পড়ুয়া ৬০% নম্বর সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, কলেজে পাশ করে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সেই সকল পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রাজুয়েশন কোর্স ইত্যাদি বিভিন্ন কোর্সে যারা ভর্তি হয়েছে, সকলের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যে সকল পড়ুয়া পূর্ববর্তী ক্লাসে ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা সকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
advertisement
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন ওয়েবসাইট: svmcm.wb.gov.in
advertisement
- স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য যোগ্যতা ডকুমেন্ট: SVMCM Page
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের যোগ্যতা এবং কী কী তথ্যের প্রয়োজন ও এই স্কলারশিপে কোন কোর্সে কত টাকা দেওয়া হয়, সেই সমস্ত সংক্রান্ত তথ্য উপরে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমাণ এবং তথ্য সঠিকভাবে দেওয়া রয়েছে। নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় কোর্সের প্রথম বছর। বাকি বছরগুলিতেও স্কলারশিপ রিনিউয়াল করতে হয়। স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতিবছর একবার করে দেওয়া হয়। স্কলারশিপের অনুমোদন অ্যাপ্রুভ হওয়ার পরে সেটি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে।
advertisement
— Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swami Vivekananda Scholarship: পশ্চিমবঙ্গের লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় খবর! চালু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! কীভাবে আবেদন, কত টাকা পাবেন? জানুন