Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত পাগড়ি রয়েছে হাওড়ার এই বাড়িতে! জানুন ইতিহাস
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Swami Vivekananda: বেলুড় মঠ প্রতিষ্ঠিত হবার আগে প্রায় এক বছর বেলুড় মঠের যাবতীয় কাজকর্ম এই বাড়ি থেকে চলেছিল, এই বাড়িতে রয়েছে স্বামীজীর মাথার পাগড়ী, হুগলি নদীর পশ্চিম পাড়ে এই বাড়ি পাগড়ী বাড়ি নামে পরিচিত
রাকেশ মাইতি, হাওড়া: স্বামীজির পাগড়ি রয়েছে হাওড়ার ঘোষ বাড়িতে! এই বাড়ি পরিচিত লালবাড়ি ও পাগড়িবাড়ি নামেও। স্বামীজির পাগড়ি বছরে একটা দিন দর্শনের সুযোগ হয় মানুষের। ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার পাশাপাশি স্বামী বিবেকানন্দ এবং মা সারদার পদধূলিতে বিখ্যাত হয়ে উঠেছে এই বাড়ি। স্বামী বিবেকানন্দের পাগড়ি ছাড়াও হাওড়ার এই বাড়িতে রয়েছে সে সময়ের ব্যবহৃত বহু জিনিস যা বর্তমান ঘোষ পরিবারের সদস্যদের কাছে অমূল্য বলেই মনে করেন তাঁরা । জানা যায়, বেলুড় মঠ প্রতিষ্ঠার আগে এই বাড়ি থেকেই নানা কাজ সম্পন্ন হয়েছে। শিকাগো ধর্ম সম্মেলন সেরে হুগলি নদী পেরিয়ে যে পথ হয়ে ঘোষবাড়িতে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই প্রবেশপথে সম্প্রতিক একটি বিশাল আকৃতির তোরণ তৈরি করা হয়েছে।
ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেবের গৃহী শিষ্যদের মধ্যে একজন হলেন নন্দগোপাল ঘোষ। ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণের ১৬ জন সন্ন্যাসী শিষ্য ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ। এই ১৬ জন সন্ন্যাসী শিষ্য ছাড়াও প্রায় ৩০ জন গৃহী শিষ্য ছিল। যাঁরা সংসার ধর্মের পাশাপাশি ঠাকুরের শিষ্য হয়ে উঠেছিলেন। যাঁদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ, হাজরা মশাই, রামচন্দ্র দত্ত, দুর্গাচরণ নাগদের মতোই গৃহী শিষ্য ছিলেন নন্দগোপাল ঘোষ এবং নিস্তারিণী দেবী।
advertisement
আরও পড়ুন : মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে কানাডায় উচ্চশিক্ষার পর স্বদেশেই প্রত্যাবর্তন! আইআইটি খড়্গপুরের অধ্যাপকের মুকুটে নতুন সম্মান
জানা যায়, হুগলি নদীর পশ্চিম পাড়ে ঠাকুরের নামের সঙ্গে সম্পর্কিত রামকৃষ্ণপুরে ১৮৮৬ সালে ঠাকুর চলে যাওয়ার পর ১৮৯০ খ্রিস্টাব্দে এই বৃহৎ বাড়ি নির্মাণ করেন।৩১ টি ঘর বিশিষ্ট এই বিশাল বাড়ি। একতলায় ঘরে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। পরিবার সদস্য সুব্রত ঘোষ জানান, শিকাগো ধর্ম সম্মেলন সেরে হুগলি নদীর পশ্চিম পাড়ের বেলুড় মঠ প্রতিষ্ঠার আগে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ডিঙ্গি করে এসে উঠেছিলেন। তার পর ঘোষ বাড়িতে আসেন। ঠাকুরের অন্যতম শিষ্য নন্দগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেন। যেখানে ঠাকুরের মূর্তি থাকবে সেখানেই নিজের পাগড়ি রেখে দেওয়ার মনস্থির করেন স্বামীজি। সেই থেকেই হাওড়ার ঘোষ বাড়িতে স্বামীজির পাগড়ি থেকে যায়। এ প্রসঙ্গে স্মৃতি রোমন্থন এবং বিস্তারিত আলোচনা করেন হাওড়া ঘোষ বাড়ি অর্থাৎ পাগড়ি বাড়ির সদস্য কথা চতুর্থ পুরুষ সুব্রত ঘোষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 6:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত পাগড়ি রয়েছে হাওড়ার এই বাড়িতে! জানুন ইতিহাস