Swachh Diwali 2023: সবুজ দীপাবলি! প্রায় ৭০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু শামিল এই উৎসবে! জানুন  

Last Updated:

Swachh Diwali 2023: পরিবেশবান্ধব দীপাবলি বা গ্রিন দিওয়ালি, অভিনব উপায়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পাঁচলায় উৎসব পালন!

অভিনব উপায়ে গ্রিন দিওয়ালি পালন
অভিনব উপায়ে গ্রিন দিওয়ালি পালন
হাওড়া: পরিবেশবান্ধব দীপাবলি বা গ্রিন দিওয়ালি। দীপাবলি মানেই অশুভ শক্তির দমন । আর সেই খুশিতেই ঘরে ঘরে আলো জ্বালিয়ে মানুষ উৎসবে মেতে ওঠেন! এই দীপাবলিতে আমাদের পরিবেশ রক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। মাত্রা অতিরিক্ত দূষণ গ্রাস করতে শহর। দিল্লির ভয়াবহ দূষণের দিকেই এগোচ্ছে কলকাতা। সেই দিক থেকে আরও পরিবেশ নিয়ে সজাগ হওয়া প্রয়োজন সকলের। আর পরিবেশের উপর গুরুত্ব রেখেই সঞ্চারের দিওয়ালি উৎসব পালন।
প্রায় ৩৫ বছরেরও অধিক সময়ে সঞ্চার প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে চলেছে। সম্প্রতি হাওড়া জেলায় পাঁচলা ব্লকে সঞ্চার প্রতিবন্ধকতাযুক্ত শিশু তাদের বন্ধু ও পরিবারকে নিয়ে আয়োজন করলো পরিবেশবান্ধব দীপাবলি বা গ্রিন দিওয়ালি। দীপাবলি উৎসবের বেশ কিছুদিন আগে থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের বন্ধু-বান্ধবরা ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন রঙের প্রদীপ তৈরি করে। পাশাপাশি সেই সমস্ত প্রদীপ বিভিন্ন দফতরে পাঠানো হয়। প্রদীপ প্রজ্জলন আলপনা-সজ্জা বিভিন্ন সৃজনশীল ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়েই সঞ্চারের এই অনুষ্ঠান।
advertisement
advertisement
উপস্থিত ছিলেন প্রায় সত্তর অংশগ্রহণকারী। বলা বাহুল্য এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে কোন উৎসব বা অনুষ্ঠান থেকে যায় ব্রাত্য। শুধু দীপাবলি নয় সারা বছর ধরে এই সঞ্চারের বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি চলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় ‘পুজো পরিক্রমা’। এছাড়াও পরিবেশ দিবস, ক্রিসমাস, শিশু দিবস এই জাতীয় কর্মসূচিগুলো পালন। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে সঞ্চার এই বার্তাই দিতে চায় যে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধকতাযুক্ত মানুষরা সমাজের বিচ্ছিন্ন কোনও অংশ নয়। সঠিক সুযোগ ও পরিসর পেলে তারাও তাদের সম্ভাবনায় উজ্জ্বল হয়ে উঠতে পারে। এদিনের এই গ্রিন দিওয়ালি পালনের মাধ্যমে এদিন সঞ্চারের প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দমুখর ও আলোক উজ্জ্বল। আগামী দিনেও প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকার নিয়ে সঞ্চারের যাত্রা অব্যাহত থাকবে। বলেই জানিয়েছেন, সঞ্চার এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুতপা চক্রবর্তী।
advertisement
পরিবেশের গুরুত্ব রেখে বলা যেতে পারে। যেমন বর্তমানে সময়ে একেবারেই বাজি পোড়ানো উচিত নয়। বাজি থেকে যে টক্সিক মেটাল নির্গত হয় তা অত্যন্ত ক্ষতিকারক পরিবেশের পক্ষে। ইতিমধ্যেই দিল্লির মতো বহু শহরে দূষণের মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছে। তাই আমরা বেছে নেব ইকো ফ্রেন্ডলি দীপাবলি! বাজির বদলে নানা রকম প্রদীপ ও আলো জ্বালিয়ে দীপাবলি পালন হোক। সেই আমরা পুরোনো দিনের মতোই প্রাকৃতিক আলোতে বা প্রদীপে ভরসা রাখবো।
advertisement
নানা রঙের ফুল দিয়ে ঘর সাজাবো। এমনকি হলুদ, চালের গুঁড়ো দিয়ে বাড়িতে আলপনা বা রঙ্গলি আঁকবো। আর এই দীপাবলিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে উৎছবে মেতে উঠবো। প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন পরিবেশের পক্ষে সুস্থ হোক। আমাদের ব্যবহৃত প্রতিটি জিনিস হোক পরিবেশবান্ধব। সুস্থ দূষণমুক্ত পরিবেশ গড়ার দিন শুরু হোক এই আলোর উৎসব থেকেই।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swachh Diwali 2023: সবুজ দীপাবলি! প্রায় ৭০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু শামিল এই উৎসবে! জানুন  
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement