উপকুলবর্তী গ্রামগুলি প্লাবিত, ঘরে জল ঢুকছে, চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন: শুভেন্দু অধিকারী

Last Updated:

একই সঙ্গে তিনি একের পর এক অসহায় মানুষের ছবিও তুলে ধরেছেন৷ তাদের কারও ঘরে জল ঢুকেছে, কারও বাড়ির অবস্থা বেহাল৷

#দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় বড়সড় দুর্যোগের মুখে সাগর, কাকদ্বীপ, বকখালি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। রবিবার বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়ে। নদী ও সাগরে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসের জেরে সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘী সহ একাধিক এলাকায় বাঁধ উপচে জল ঢুকে পড়ে গ্রামে। ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
রবিবার বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ায় যথেষ্ট শঙ্কিত সুন্দরবনবাসী। সাগরের মুড়িগঙ্গা নদীর জল বাড়ায় কচুবেড়িয়া ভেসেল ঘাট সংলগ্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় দাড়িয়ে যায় গাড়ি। এই পরিস্থিতিতে সরকার সাধারণ মানুষের পাশে থাকুন, এমন আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement
advertisement
তিনি ট্যুইটে লিখলেন পূর্ণিমার ভরা কোটালের সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙেছে৷ যার ফলে উপকুলবর্তী গ্রামগুলি প্লাবিত হতে শুরু করেছে। এলাকার বাসিন্দাদের ঘরে জল ঢুকছে ও তারা চরম দুর্ভোগে পড়েছেন। মুখ্যসচিবকে অনুরোধ, স্থানীয় প্রশাসনকে তাদের রবিবাসরীয় ঘুম থেকে জাগিয়ে পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলুন।
advertisement
একই সঙ্গে তিনি একের পর এক অসহায় মানুষের ছবিও তুলে ধরেছেন৷ তাদের কারও ঘরে জল ঢুকেছে, কারও বাড়ির অবস্থা বেহাল৷ একদিকে পায়ের তলায় জল জমেছে, অন্যদিকে মাথার উপর ছাওনিও নেই৷ সঙ্গে অঝোর বৃষ্টিতে নাজেহাল অবস্থা তাদের৷
advertisement
যদিও প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে৷ মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ একই সঙ্গে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যে সব এলাকা ঝড়-জলে বিপর্যস্ত, সেখান থেকে সাধারণ মানুষকে অনত্র সরিয়ে নেওয়া হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপকুলবর্তী গ্রামগুলি প্লাবিত, ঘরে জল ঢুকছে, চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন: শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement