Suvendu Adhikari || Nandigram: ভোটের আগেই নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের 'রেজাল্ট' ঘোষণা শুভেন্দুর! তৃণমূলের চাটাই বৈঠককে কটাক্ষ
- Reported by:VENKATESHWAR LAHIRI
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari: গাড়ির কনভয় নিয়ে নয়, পঞ্চায়েতের প্রচারে গ্রামে গ্রামে নয়া 'বাহন' সঙ্গীর ঘোষণা শুভেন্দু অধিকারীর।
নন্দীগ্রাম: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। যদিও পঞ্চায়েত নির্বাচনের এখনও নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তবে ভোটের আগেই নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের ফলাফল কী হবে তা আগেভাগেই জানিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে সুর চড়িয়ে রবিবার নন্দীগ্রামের গোকুলনগরের স্কুল ময়দানে পঞ্চায়েত কর্মী সম্মেলন উপলক্ষে সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের রেজাল্ট প্রসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন,' নন্দীগ্রামে ১৭ টি অঞ্চলের মধ্যে ১২ টিতে বিজেপির প্রধান হবেন। আর বাকি ৫ টিতে প্রধান নির্বাচনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে বিজেপি।
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নন্দীগ্রামে ৩৬০০ বুথ কর্মীকে নিয়ে রবিবার কর্মী সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। এই কর্মী সম্মেলনের মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্য পেশ করার সময়ই শাসক দল তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত ভোটে উৎখাত করার ডাক দিয়ে পঞ্চায়েত ভোটের ফলাফলে তৃণমূলকে শূন্য দিয়ে নন্দীগ্রামের ১৭টি পঞ্চায়েতই যে বিজেপির দখলে থাকবে তা জোর গলায় দাবি করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পঞ্চায়েতের প্রতিটি বুথকে বিজেপির দুর্গ করে তুলতে হবে, এই বার্তা দিয়ে এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু ঘোষণা করেন যে, পঞ্চায়েত ভোটের প্রচারে গ্রামে গ্রামে গাড়ি করে নয়, পঞ্চায়েত ভোটে বাইক ও টোটো চড়ে ঘুরবেন তিনি।
advertisement
কুণাল ঘোষের চাটাই বৈঠক নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বললেন, 'যত চাটাই সভা হবে , নন্দীগ্রামে ততোই ওরা ছাঁটাই হবে'। কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা শুভেন্দুর হুঁশিয়ারি, 'প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি প্রকৃত গরীব মানুষজন বাড়ি না পেয়ে শাসক দল ঘনিষ্ঠরা বাড়ি পান তাহলে প্রতিবাদ হবে'। প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী পঞ্চায়েতে শাসক দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 12, 2022 12:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari || Nandigram: ভোটের আগেই নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের 'রেজাল্ট' ঘোষণা শুভেন্দুর! তৃণমূলের চাটাই বৈঠককে কটাক্ষ










