অনুগামীদের উপরে হামলা, উত্তেজনা নন্দীগ্রামে! আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Last Updated:
বিজেপি-তে যোগ দেওয়ার পর এ দিনই প্রথমবার নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী৷ এ দিন তাঁর কর্মসূচি অরাজনৈতিকই ছিল৷ কিন্তু শুভেন্দুকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে৷ রোড শো করেন বিজেপি নেতা৷ সেই কর্মসূচিতে যোগ দিতেই বাস, গাড়ি, টোটোতে করে আসছিলেন তৃণমূল সমর্থকরা৷ অভিযোগ, নন্দীগ্রামের ভুতোর মোড়ের কাছে তাঁদের উপরে হামলা চালায় তৃণমূল সমর্থক ও কর্মীরা৷ ভাঙচুর করা হয় বাস৷ শুভেন্দু অনুগামীদের লক্ষ্য করে ইট এবং পাথর ছোড়া হয় বলে অভিযোগ৷ হামলায় বেশ কয়েকজনের মাথা ফাটে৷ আহত হয় এক বালিকাও৷ আহতদের নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়৷
advertisement
নন্দীগ্রামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই হামলা নিয়ে সরব হন শুভেন্দু৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে৷ বিজেপি নেতা বলেন, 'এই আক্রমণ আমরা মেনে নেব না৷ হামলাকারীদের গ্রেফতার করতে হবে৷ তা না হলে, মানুষকে নিয়ে কীভাবে আন্দোলন করতে হয়, আমার জানা আছে৷ আমাদের দুর্বল ভাবলে ভুল করবে৷' শুভেন্দুর এই হুঁশিয়ারির পরই নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বিজেপি সমর্থকরা৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
advertisement
advertisement
Sujit Bhowmik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুগামীদের উপরে হামলা, উত্তেজনা নন্দীগ্রামে! আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement