আমুল দুধের গাড়ি থেকে বেরিয়ে এল গরুর পাল, গরু পাচারের ভিডিও শেয়ার শুভেন্দুর

Last Updated:

মঙ্গলবার এক পথ দূর্ঘটনায় আমুল দুধের একটি গাড়ি উল্টে গেলে পথচারীরা গাড়িটিকে তোলার জন্য ছুটে যান। কিন্তু গাড়িতে থাকা সারি সারি গরু দেখে হতবাক মানুষ। জানা গিয়েছে ওই গাড়িটি উল্টে অনেক গরু মারাও গিয়েছে।

#কলকাতা: পশ্চিমবঙ্গে গরু চোরাচালান নিয়ে রাজনৈতিক তোলপাড়ের মধ্যেই আরও একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে একটি দুধের গাড়ির দরজা খুলে দিতেই তা থেকে বেরিয়ে আসছে সারি সারি গরু। গাড়িতে দুধের বদলে গরুর বহর দেখে সাধারণ মানুষ অবাক।
মঙ্গলবার সকালে এক পথ দূর্ঘটনায় আমুল দুধের একটি গাড়ি উল্টে গেলে পথচারীরা গাড়িটিকে তোলার জন্য ছুটে যান। কিন্তু গাড়িতে থাকা সারি সারি গরু দেখে হতবাক সাধারণ মানুষ। জানা গিয়েছে ওই গাড়িটি উল্টে অনেক গরু মারাও গিয়েছে। বাংলায় গরু পাচার নিয়ে অতীতেও অনেক রাজনৈতিক বিতর্ক হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন ভাবে গরু পাচারের ঘটনা চমকপ্রদ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থা এই মাসের শুরুর দিকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) কোটি কোটি টাকার গরু পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
ঘটনার ভিডিও ট্যুইট করে রাজ্যের মমতা সরকারকে তীব্র নিশানা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী ঘটনার দুটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয় ছবি 'পুষ্পা'-র (Pushpa: The Rise) চোরাচালানের দৃশ্য দেখানো হচ্ছে। তাঁর প্রথম ট্যুইটে শুভেন্দু লিখেছেন, "কোটি টাকার গরু চোরাচালান সিন্ডিকেট পশ্চিমবঙ্গে এখনও সক্রিয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে বিএসএফ নিজের হাত শক্ত করছে। এখন গরু বা গবাদি পশু পাচার করা কঠিন।’ এর পাশাপাশি এক অফিসারও একটি ভিডিও শেয়ার করেছেন যাতে সীমান্তের ওপারে গরু পাঠানোর দৃশ্য দেখানো হচ্ছে।
advertisement
advertisement
দুধের গাড়ি উল্টে যাওয়ার ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী অন্য একটি ট্যুইটে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে গবাদি পশু পাচারের নতুন উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পুরুলিয়ার গবাদি পশু পাচারের ঘটনা পুষ্পা চলচ্চিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। ওরা আমুল দুধের কন্টেনার ব্যবহার করছিল। ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে রাস্তাতেই পর্দা ফাঁস হয়ে গিয়েছে।"
advertisement
advertisement
ট্রাকটি উল্টে যেতে দেখে স্থানীয় লোকজন জড়ো হন, তারপরই ট্রাকের ভেতর থেকে গরু বের হতে দেখে সবাই হতবাক হয়ে যান। স্থানীয় মানুষজন কোনও মতে গরুগুলিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ট্রাকের চালক পালিয়ে যান। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমুল দুধের গাড়ি থেকে বেরিয়ে এল গরুর পাল, গরু পাচারের ভিডিও শেয়ার শুভেন্দুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement