Suvendu Adhikari: উত্তপ্ত বিধানসভা! স্বাধীকার ভঙ্গের নোটিস পেয়ে কী বললেন শুভেন্দু?

Last Updated:

Suvendu Adhikari: মঙ্গলবার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হয়। সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি রাজ্য সরকার ভয় পেয়েছে।

বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
কলকাতা: মঙ্গলবার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হয়। সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি রাজ্য সরকার ভয় পেয়েছে।
তিনি আরও বলেন, ভিতরে ধরনা দেব। বিজেপির বিধায়করা পৃথক পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। পৃথক পেজ নিয়ে তিনি বলেন,  “জনস্বার্থের বিষয় যেগুলো বিধানসভায় বলতে চেয়েছিলাম, সেগুলো ওখানেই বলব”। ‘সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা।’ এই মর্মে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল বিধানসভায়। পরের অধিবেশনে রিপোর্ট দেওয়া হবে।
advertisement
advertisement
সোমবার সাসপেন্ড হওয়ার পরে ‘হিন্দুত্ব….’ নিয়ে তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, দেবাশিষ কুমার ও নির্মল ঘোষ স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চার জন বিজেপি বিধায়ককে একমাসের জন্য ইতিমধ্যেই সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক৷ এর ফলে এক মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ক৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: উত্তপ্ত বিধানসভা! স্বাধীকার ভঙ্গের নোটিস পেয়ে কী বললেন শুভেন্দু?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement