Suvendu Adhikari: 'টাইম হো গ্যায়া', ফের সুর চড়ালেন শুভেন্দু অধিকারী! কীসের ইঙ্গিত দিলেন?
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির অভিযোগে ফের চড়া সুর তুলে শুভেন্দু এদিন রানাঘাটে বলেন, 'পঞ্চায়েত এলাকায় তৃণমূলের হাজার হাজার ছোট চোরদের আপনারা চিহ্নিত করুন। ধরুন।''
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, রানাঘাট: 'ধেড়ে ইঁদুর কে, কিংবা রাজ্যের সবচেয়ে বড় ডাকাতের নাম কী, তা সবাই জানে'। নাম না করে শুভেন্দু অধিকারীর এই ইঙ্গিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই, তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। নদীয়ার রানাঘাটে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর নিউজ 18 বাংলা-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি,' ২৪০০ কোটি টাকার কয়লা কেলেঙ্কারির মধ্যে ও একাই খেয়েছে ১ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে শীঘ্রই সব রহস্যের পর্দাফাঁস হবে'।
তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির অভিযোগে ফের চড়া সুর তুলে শুভেন্দু এদিন রানাঘাটে বলেন, 'পঞ্চায়েত এলাকায় তৃণমূলের হাজার হাজার ছোট চোরদের আপনারা চিহ্নিত করুন। ধরুন। বড় চোরেদের তো আমাদের ধরতে হবে। আমি আঁধারের উপর দাঁড়িয়ে রাধার কথা বলি না'। শুভেন্দু অধিকারীর দেওয়া ডিসেম্বরের তিনটি তারিখ নিয়েও এদিন সভা থেকে ফের একবার ব্যাখ্যা দেন। বলেন,' ১২ ডিসেম্বর কার মামলা ছিল সবাই জানে। সেই মামলা ১৩ জানুয়ারি হয়ে গেছে, এটাও সবাই জেনে গেছে। ডিএ যেদিন দেওয়ার নির্দেশ হবে সেদিন থেকে সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে। আমাদের উপর ভরসা রাখুন'।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এদিন অন্যান্য রাজনৈতিক কর্মসূচির থেকে আক্রমনের ঝাঁঝ রানাঘাটের সভামঞ্চ থেকে আরও বাড়িয়ে শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শীঘ্রই প্রাক্তন মুখ্যমন্ত্রী করিয়েই ছাড়ব। এই শপথ নিয়েছে বিজেপি'।
advertisement
শুভেন্দুর কথায়,'প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন ভাল করে আলো ছড়িয়ে হঠাৎ করে নিভে যায়, তৃণমূল দলটার এখন সেই অবস্থাই হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পাঞ্জাবে কংগ্রেসের থেকেও শোচনীয় হাল হবে বাংলায় তৃণমূলের। টাইম হো গ্যায়া'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'টাইম হো গ্যায়া', ফের সুর চড়ালেন শুভেন্দু অধিকারী! কীসের ইঙ্গিত দিলেন?