'অভিষেক বন্দ্যোপাধ্যায় হল আমাদের কাছে লক্ষ্মী', শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বাংলা

Last Updated:

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে সিলেবাসে অন্তর্ভূক্ত পার্থ চট্টোপাধ্যায়দের নাম লেখা পৃষ্ঠাগুলো ছেড়ে পড়ার কথা পড়ুয়াদের বললেন শুভেন্দু অধিকারী।

যুযুধান
যুযুধান
#কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ফের শুভেন্দু লক্ষ্মণ শেঠের সঙ্গে তুলনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাজ্যের বিরোধী দলনেতা ফের বলেন, ''লক্ষ্মণ শেঠ যেমন বিরোধীদের কাছে লক্ষ্মী ছিল, তেমনই অভিষেক হল আমাদের কাছে লক্ষ্মী!''
এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে সিলেবাসে অন্তর্ভূক্ত পার্থ চট্টোপাধ্যায়দের নাম লেখা পৃষ্ঠাগুলো ছেড়ে পড়ার কথা পড়ুয়াদের বললেন শুভেন্দু। বললেন এসএসসি কাণ্ডে প্রতিবাদী ববিতা সরকারের মতো হতে।
শিক্ষক দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের ববিতা দাসের মতো হতে বললেন শুভেন্দু। কাঁথিতে বিজেপির আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বলেন, ''ববিতা দাসের মত তোমাদের সাহসী হতে হবে। ববিতার সঙ্গে পরিচয় নেই। কোন দল করে জানি না। তবে শিক্ষা ব্যবস্থায় যে ঘুন ধরেছিল, দুর্নীতির পঙ্কিলে শিক্ষা ব্যবস্থা ঢুকে গিয়েছিল, তা যদি উদ্ধার করার জন্য কেউ লড়াই করে, তা মাতঙ্গিনী হাজরার আশীর্বাদপুষ্ট ববিতা দাস আমাদের গর্ব।''
advertisement
advertisement
এদিন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে শাসক দল এবং রাজ্যের সরকার কড়া সমালোচনাও করেন তিনি।
advertisement
এছাড়াও শিক্ষক দিবসের দিন শুভেন্দু রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ''এটা অত্যন্ত লজ্জার। শিক্ষকদের প্রতি ভয় শ্রদ্ধা যেটা ছিল, এই সরকার সেই কালচার শেষ করে দিচ্ছে। চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিলেবাসে আছে। সেই সিলেবাস পড়তে হচ্ছে, তা নিয়ে কটাক্ষও করেন তিনি।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'অভিষেক বন্দ্যোপাধ্যায় হল আমাদের কাছে লক্ষ্মী', শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বাংলা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement