Susunia Hill Station: শুশুনিয়া পাহাড়ে বনভোজনের আবর্জনা! ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামলেন জনপ্রতিনিধি নিজেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Susunia Hill Station: শুশুনিয়া পাহাড়ের পাদদেশে পিকনিক স্পট থেকে শুরু করে মুখ্য ঝরনা পর্যন্ত, প্রতিটি দোকানের সামনে এবং ঝোপঝাড়ের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করা হল এই মেগা সাফাই অভিযানের মাধ্যমে
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বড়দিনের আগে থেকে নামতে শুরু করেছিল মানুষের ঢল। প্রশাসন এবং বন দফতরের হাজার বিধি নিষেধ থাকা সত্ত্বেও পিকনিকের জঞ্জালে জর্জরিত শুশুনিয়া পাহাড়। সেই জঞ্জালকে ঝেঁটিয়ে বিদায় করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে পিকনিক স্পট থেকে শুরু করে মুখ্য ঝরনা পর্যন্ত, প্রতিটি দোকানের সামনে এবং ঝোপঝাড়ের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করা হল এই মেগা সাফাই অভিযানের মাধ্যমে।
এদিন ছাতনা পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, থানা ও বন বিভাগ যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান করে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন। শীতের মরশুমে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে সুন্দরী শুশুনিয়া পাহাড় মন টানছে পর্যটকদের।
advertisement
advertisement
এখানে পিকনিক, আড্ডা, দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার। জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিনের পর থেকেই ভিড় জমাচ্ছেন শুশুনিয়ার পাহাড়তলিতে। পাহাড়ের নীচে পিকনিক করার ফলে পলিথিনের প্যাকেট, কাগজের থালা, বাটি, গ্লাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে। পাহাড়তলি চত্বর পরিষ্কার রাখতে কোমর বেঁধে নেমে পড়ে প্রশাসন।
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগারে কি বেগুন খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন পুষ্টিবিদের মত
এখন পিকনিকের মরশুম, তাই পিকনিক চলতে থাকবেই। মানুষ উপভোগ করবেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। পাহাড়ের সৌন্দর্য বজায় রাখতে মরশুমের মাঝেই আয়োজন করা এই সাফাই অভিযান নজর কেড়েছে সাধারণ মানুষের, পাহাড়তলি পরিষ্কার রাখতে তারাও কতটা সচেতন হবেন, সেটা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Susunia Hill Station: শুশুনিয়া পাহাড়ে বনভোজনের আবর্জনা! ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামলেন জনপ্রতিনিধি নিজেই