'বাচ্চার 'কাস্টডি' কীভাবে ফিরিয়ে দেওয়া যায় দেখুন...!' ভিক্টোরিয়া বসু মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেখেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Last Updated:

Supreme Court: দিল্লি পুলিশকে ফের একহাত নিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচির বেঞ্চ। ভিক্টোরিয়া বসুর মামলায় দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রকের তরফে যে স্ট‍্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়, সেই রিপোর্ট দেখে কার্যত ক্ষুব্ধ বিচারপতিদের বেঞ্চ।

ভিক্টোরিয়া বসু মামলা
ভিক্টোরিয়া বসু মামলা
নয়াদিল্লি : দিল্লি পুলিশকে ফের একহাত নিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচির বেঞ্চ। ভিক্টোরিয়া বসুর মামলায় দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রকের তরফে যে স্ট‍্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়, সেই রিপোর্ট দেখে কার্যত ক্ষুব্ধ বিচারপতিদের বেঞ্চ।
তাঁরা বলেন, শিশুটির কাস্টডি কীভাবে আদালতের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেটা সুনিশ্চিত করতে পথ খুঁজে বের করতে হবে দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রককে। শিশুটির অপহরণের পিছনে দিল্লি পুলিশও সমানভাবে দায়ী। তাঁরা তাঁদের কর্তব্য পালন না করার কারণেই শিশুটিকে অপহরণ করা সম্ভব হয়েছে।
advertisement
advertisement
বিচারপতিরা এটাও বলেন, শিশুর বাবা একটি বন্ধ খামে কিছু তথ‍্য আদালতের কাছে তুলে ধরেছেন, যেখানে হংকংয়ের একটি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। এ নিয়ে গভীর তদন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন বিচারপতিরা। শিশুর বাবার থেকে দেওয়া নথি এএসজি ঐশ্বর্য ভাটিতে তুলে দেওয়ার জন‍্য বলেছেন বিচারপতিরা। ১০ দিন পর ফের মামলার শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বাচ্চার 'কাস্টডি' কীভাবে ফিরিয়ে দেওয়া যায় দেখুন...!' ভিক্টোরিয়া বসু মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেখেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement