Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে আইনি চ্যালেঞ্জ, হঁশিয়ারি দিয়ে বিস্ফোরক দাবি সুপ্রকাশ গিরির!
- Written by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: অখিল গিরির পুত্র কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেছেন, ''আমি কলকাতা আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছি।''
#হলদিয়া: শুভেন্দু অধিকারীকে আইনি চ্যালেঞ্জ! মামলার হুঁশিয়ারি অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির। শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সুপ্রকাশ গিরি! শনিবার রামনগরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে কুকথা বলার প্রতিবাদে আয়োজিত সভামঞ্চ থেকে নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী অখিল গিরির পুত্র তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরিকে নন গ্রাজুয়েট বলে কটাক্ষ করেছিলেন।
রবিবার তারই পরিপ্রেক্ষিতে অখিল গিরির পুত্র কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেছেন, ''আমি কলকাতা আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছি। ২১ বছর বয়সে আমি মাস্টার ডিগ্রি করেছি। ম্যানেজমেন্টের উপর। আর শুভেন্দু বাবু, তিনি ৩৭ বছর বয়সে চুরি করে অন্য কাউকে বসিয়ে বেলদা কলেজ থেকে অন্য কাউকে প্রক্সি দিয়ে পরীক্ষায় বসিয়ে গ্রাজুয়েট হয়েছেন।''
advertisement
advertisement
সুপ্রকাশ গিরি আরও বলেন, ''আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে, সাহস থাকলে উনি প্রমাণ করুন, আমি গ্রাজুয়েট নই। আমি এরই পরিপ্রেক্ষিতে ওঁকে আইনি নোটিশ পাঠাব।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 20, 2022 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে আইনি চ্যালেঞ্জ, হঁশিয়ারি দিয়ে বিস্ফোরক দাবি সুপ্রকাশ গিরির!










