Sunderban Tiger Attack: পরপর দু'দিন, সুন্দরবনে ফের এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এই ঘটনার ঠিক একদিন আগে ঝড়খালির আরও এক মৎস্যজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান
ঝড়খালি(বাসন্তী): ফের সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে। নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার(২৮) নামে এক মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায়।
ঝড়খালি আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় শনিবার সকালে সঙ্গীদের সঙ্গে গিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরতে। বাঘ টেনে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ মৃত্যুঞ্জয়। বন দফতরকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। পাশাপাশি মৃত্যুঞ্জয়ের খোঁজ চলছে বলে জানিয়েছে বন দফতর। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই ঘটনার ঠিক একদিন আগে ঝড়খালির আরও এক মৎস্যজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান। সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে সুশান্তকে উদ্ধার করে আনেন, কিন্তু ততক্ষণে সুশান্তর মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
অনুপ বিশ্বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 5:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sunderban Tiger Attack: পরপর দু'দিন, সুন্দরবনে ফের এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ