Sundarbans-Viral Video: নদী থেকে এক লাফে জঙ্গলে! সুন্দরবনে বেড়াতে এলেই দেখা মিলছে বাঘের! ভাইরাল ভিডিও

Last Updated:

Sundarbans-Viral Video: সুন্দরবনে বাঘ দেখা ভাগ্যের বিষয়! ভাগ্য ভাল না হলে দেখা মুশকিল! তবে এখন প্রায় দেখা যাচ্ছে বাঘ! ফের একবার বাঘের দেখা পেয়ে খুশি পর্যটকরা

+
আবারো

আবারো বাঘের দেখা 

দক্ষিণ ২৪ পরগনার: আবারও বাঘের দর্শন পেল সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকেরা। কথায় বলে সাপের লেখা আর বাঘের দেখা মেলা ভাগ্যের ব্যাপার। কলকাতা থেকে আসা আট জনের পর্যটকের দল তারা সজনেখালি থেকে বৈধ পাস নিয়ে সুবল গায়েনের বোর্ড এ এবং বিক্রমাদিত্য মণ্ডলের দক্ষ গাইডে সুন্দরবনের সজনেখালি জঙ্গলে যাওয়ার পর- সেখান থেকে ফেরার পথে বিশাল আকারে রয়েল বেঙ্গল টাইগার তারা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তা ক্যামেরা বন্দী ও করেন তারা। আর এমনি বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখে তারা নিজেদের কে ভাগ্যবান বলে মনে করছেন।
সুন্দরবনের বাঘ ক্যামেরাবন্দি হওয়ায় যেমন পর্যটক খুশি তেমনি এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও গাইডরা ভীষণ খুশি। বিশেষ করে বারে বারে বাঘের দর্শন মেলায় পর্যটকদের ঢল যেমন নামছে সুন্দরবনে,তেমনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের রুজি রোজগার ও বাড়ছে। যদিও বেশ কয়েকদিন আগে সুন্দরবনের কৈখালীতে লোকালয় বাঘ ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়েছিল এলাকার বাসিন্দারা। তবে সেই বাঘ বনদফতরের কর্মীরা খাঁচা বন্দি করে আবারও সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
advertisement
advertisement
যদিও সেই সময় বনদফতরের এক আধিকারিক বলেন সুন্দরবনে বাঘের সংখ্যা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণে হয়তো বার বার এ সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকদের দেখা মিলছে এই রয়েল বেঙ্গল টাইগারের। যদিও মৌসুমের শুরু থেকে বারে বারে দেখা মিলেছিল আবার শীত যাওয়ার মুখে বাঘের দেখা পেল পর্যটকরা। গত কয়েকদিন আগে বারুইপুর থেকে আসা কয়েকজন পর্যটক বাঘের দেখা পেয়েছিল। আবারও দেখতে পেল পর্যটকরা বেজাই খুশি এত কাছ থেকে সুন্দরবনের রাজাকে দেখতে পেয়ে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans-Viral Video: নদী থেকে এক লাফে জঙ্গলে! সুন্দরবনে বেড়াতে এলেই দেখা মিলছে বাঘের! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement