পূর্ণিমার ভরা কোটালে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কা, বিনিদ্র রজনী কাটছে সুন্দরবনবাসীর

Last Updated:

শুক্রবার ভরা কোটালের জেরে বৃহস্পতিবার থেকেই সুন্দরবনের নদীগুলিতে যে পরিমানে জল বেড়েছে তাতেই সিঁদুরে মেঘ দেখছেন এলাকার মানুষ ।

#সুন্দরবনঃ ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধ । বহু জায়গাতেই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম । এখনও অনেক জায়গাতেই নদীর নোনা জল গ্রাম থেকে নামেনি । সেই সমস্ত ক্ষতিগ্রস্থ এলাকায় বাঁধ মেরামতির চেষ্টা করছে সেচ দফতর । ইতিমধ্যেই নদীর বাঁধের ভাঙা অংশ কোন রকমে মেরামতি করা হয়েছে । কিন্তু সেই জায়গা দিয়ে আবারও চুইয়ে জল ঢুকছে গ্রামে । বৃহস্পতিবার যে পরিমানে জল নদীতে বেড়েছে তাতেই সিঁদুরে মেঘ দেখছেন এলাকার মানুষ ।
অন্যদিকে পূর্ণিমার কোটাল শুরু হয়েছে । এই কোটালে নদীর জল প্রচুর পরিমানে বাড়তে শুরু করেছে । আগামী তিনদিন আরও অনেকখানি জল বাড়বে । ফলে সেই বাড়তি জলের চাপ এই নড়বড়ে নদীবাঁধ রোধ করতে পারবে কিনা তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে । ফলে আতঙ্কিত এলাকার মানুষ ।
সেচ দফতরের উদ্যোগে যদিও যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ হচ্ছে, তবুও সেই বাঁধ কতটা জলের চাপ সহ্য করতে পারবে তা নিয়েই প্রশ্ন উঠেছে । ক্যানিংয়ের মধুখালি এলাকায় দীর্ঘ প্রায় সাড়ে তিন কিলোমিটার নদীবাঁধ ভেঙে গিয়েছিল আমফানে । মাতলা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা । এই এলাকার মানুষ এখনও ঘরছাড়া । বাঁধ মেরামতি হয়নি । এলাকার মানুষ বহু  কষ্টে দিন গুজরান করছেন । তার ওপর আবারও পূর্ণিমার ভরা কোটালে বাঁধ ভেঙে জল ঢুকলে তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন তা নিয়েই আতঙ্কের প্রহর গুনছেন ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ণিমার ভরা কোটালে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কা, বিনিদ্র রজনী কাটছে সুন্দরবনবাসীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement