Viral Video: এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক

Last Updated:

Viral Video: সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে গা ম‍্যাসাজ করানোর ভিডিও।

এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক
এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক
দক্ষিণ ২৪ পরগণা: কসবা কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মাঝেই ভাইরাল একাধিক কলেজে ইউনিয়নের নেতা-নেত্রীদের দাদাগিরির ভিডিও। সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে গা ম‍্যাসাজ করানোর ভিডিও। যদিও এই ভিডিওর সত‍্যতা News 18 বাংলা যাচাই করেনি।
ভিডিও ভাইরাল হতেই ফের শুরু হয় বিতর্ক। এই ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে, তাঁরা এই কলেজের ছাত্র নয়। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকল।
তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘এইরূপ কোনও ঘটনা আমার জানা নেই। এছাড়াও এই রকম কোনও ছবি আমি পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ২ আগেই সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, কলেজের দাদার মাথা টিপছেন ছাত্রী। ওই ভিডিওকে কেন্দ্র করে ফের শুরু হয় ইউনিয়ন নেতাদের কলেজে ‘দাদাগিরির’ বিতর্ক। যদিও যুবকের দাবি, ভিডিওটি ভুয়ো।
Biswajit Halder
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement